২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

ঈশ্বরগঞ্জে সমন্বয়ককে হত্যার হুমকি দিয়ে দেয়াল লিখন

সমন্বয়কের বাড়ির দেয়ালে হত্যার হুমকি লিখেছে দুর্বৃত্তরা : নয়া দিগন্ত -

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাইমিনুল ইসলাম শিহাবের (২৭) বসতঘরের দেয়ালে ‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ লিখে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মোহাইমিনুল ইসলাম শিহাব উপজেলার সদর ইউনিয়নের চরশিহারি গ্রামের আব্দুল মোতালিবের ছেলে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে শিহাব। বাড়ির দেয়ালে এমন ধরনের লেখা দেখে শিহাবের পরিবারসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ প্রসঙ্গে মোহাইমিনুল ইসলাম শিহাব বলেন, ‘ছাত্র আন্দোলনে জড়িত থাকায় ৫ আগস্টের পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। গত মঙ্গলবার রাতে আমার নিজ বাড়ির দেয়াল লিখনের মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনার পর থেকে আমি আমার নিজের নিরাপত্তাহীনতায় ভুগছি এবং পরিবারের মাঝেও আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনাটি নিয়ে ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।’
ঈশ্বরগঞ্জ থানার ওসি মো: ওবায়দুর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চলমান আছে, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

 


আরো সংবাদ



premium cement