২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন

-

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় সার উৎপাদনের লক্ষ্যে প্রয়োজনীয় গ্যাস সরবরাহের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কারখানার শ্রমিক কর্মচারীরা। গতকাল বুধবার সকালে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক কর্মচারীরা এ মানববন্ধন ও সমাবেশ করেন। এ সময় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রধান ফটক দিয়ে কারখানা থেকে সার সরবরাহ বন্ধ ছিল।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মো: বজলুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবু কাউসারের পরিচালনায় বক্তব্য রাখেন- শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো: আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুল বারেক, অফিসার্স ওয়েলফার এসোসিয়েশনের মো: জহিরুল ইসলাম, ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার মো: আব্দুল হান্নান প্রমুখ। এ সময় এএফসিসিএল সিবিএর অন্যান্য কর্মকর্তাসহ শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কারখানার শ্রমিক কর্মচারীরা জানান, কারখানাটি বিগত ৯ মাস উৎপাদন বন্ধ থাকার পর, ২০ জানুয়ারি থেকে কারখানা চালু করতে চাইলে প্রয়োজনীয় গ্যাসের প্রেসার না থাকায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে দিনে প্রায় দুই কোটি টাকার আর্থিক ক্ষতি হচ্ছে। কারখানার উৎপাদন বন্ধ থাকায় এর যন্ত্রাংশ নষ্ট হয়ে যাচ্ছে। তাই কারখানাকে বাঁচাতে শ্রমিক-কর্মচারীরা আন্দোলনে নেমেছে।

 


আরো সংবাদ



premium cement