২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`
বরগুনা বিসিক শিল্পনগরী

৪ বছরেও বরাদ্দ হয়নি বেশির ভাগ প্লট

ফাঁকা পড়ে আছে বরগুনা বিসিক শিল্পনগরী : নয়া দিগন্ত -

ক্ষুদ্রশিল্প উদ্যোক্তা প্রকল্পের কাজ শেষ হওয়ার চার বছর পার হলেও বরাদ্দহীন রয়েছে বরগুনা বিসিকের অধিকাংশ প্লট। তবে দুই দফায় দাম কমানোয় এবার ২০২৫ সালের মধ্যে বিসিকের সব প্লটের বরাদ্দ শেষ হবে বলে দাবি বরগুনার বিসিক শিল্পনগরীর কর্মকর্তারা।
বরগুনা বিসিক শিল্পনগরী কার্যালয়ের তথ্য মতে, বিভিন্ন উদ্যোক্তাদের প্লট বরাদ্দ দিতে ২০১১ সালে শিল্প মন্ত্রণালয় থেকে প্রথমে সাত কোটি আট লাখ টাকার একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। পরে তার ব্যয় বাড়িয়ে ১১ কোটি ১৬ লাখ টাকা করা হয়। পরে বিভিন্ন নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি ও নির্ধারিত মেয়াদে কাজ শেষ না হওয়ায় কয়েক দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২০ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হয়। মোট ১৮ কোটি আট লাখ টাকা ব্যয়ে নির্মিত বরগুনার এ বিসিক শিল্পনগরীতে ক্ষুদ্রশিল্প উদ্যোক্তাদের জন্য প্রস্তুত করা হয় ৬০টি প্লট।
উদ্যোক্তাদের সুবিধার্থে ৬০টি প্লটকে ‘এ, বি ও এস’- এ তিনটি ক্যাটাগরিতে প্লট প্রস্তুত করা হয়েছে। প্রথমে ‘এ’-এর সব প্লটের দাম শতাংশ প্রতি তিন লাখ দুই হাজার টাকা নির্ধারণ করা হলেও বর্তমানে দাম কমিয়ে শতাংশ প্রতি দুই লাখ টাকা নির্ধারণ করা হয়। এর পরও প্লট প্রস্তুতির চার বছরে মাত্র ২০টি প্লট বরাদ্দ হয়েছে। বর্তমানে বাকি প্লট বরাদ্দের প্রক্রিয়া চলমান।
প্লট বরাদ্দ নিতে আগ্রহী বরাদ্দ না নিয়ে আবদুর রহিম নামের এক ব্যবসায়ী বলেন, প্লটের যে দাম নির্ধারণ করা হয়েছে আমার মতো সাধারণ উদ্যোক্তাদের সেই দামে প্লট নেয়ার তৌফিক নেই। এ ছাড়া বাইরের জমির তুলনায় এ জমির দাম প্রায় তিন-চারগুণ বেশি।
বরগুনার বিসিক শিল্পনগরীর কর্মকর্তা মিলটন চন্দ্র বৈরাগী বলেন, প্লটের মূল্য একটু বেশি থাকায় শুরুতে উদ্যোক্তাদের আগ্রহ কম ছিল। তবে দুই দফায় প্লটের দাম কমানো হয়েছে। ৬০টি প্লটের ২০টি আগেই বরাদ্দ হয়েছে। বর্তমানে ২০টি প্লট বরাদ্দের প্রক্রিয়া চলমান রয়েছে। বাকি প্লটের জন্যও কিছু কিছু আবেদন জমা পড়েছে। আশা করি, এ বছরের শুরুতেই সবগুলো প্লেট বরাদ্দ হয়ে যাবে।
শিল্পনগরীর উপ-ব্যবস্থাপক কাজী তোফাজ্জল হক বলেন, বর্তমানে যে প্লটগুলো বরাদ্দ দেয়া হয়েছে তার মধ্যে পাঁচটি প্রতিষ্ঠান অনুমতি নিয়ে উৎপাদনও শুরু করেছে। নতুন ১৭-১৮টি প্লট বরাদ্দ দিতে প্রয়োজনীয় কাগজপত্র আঞ্চলিক অফিস খুলনায় পাঠানো হয়েছে। সেখান থেকে ঢাকায় পাঠানোর পর অনুমতি পেলে প্লটগুলো বরাদ্দ দেয়ার কাজ সম্পন্ন হবে।


আরো সংবাদ



premium cement
হামাসের আক্রমণ প্রতিরোধে ব্যর্থতা : পদত্যাগের ঘোষণা ইসরাইলি সেনাপ্রধানের জামায়াতের সাবেক উপজেলা আমির কাশেম মণ্ডলের পিএইচডি অর্জন আঞ্চলিক ক্রিকেট সংস্থার স্বীকৃতি চায় ময়মনসিংহ যুক্তরাষ্ট্রে আরো রোহিঙ্গা পুনর্বাসনের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ‘ছাত্রশিবিরের নামে নানারকম প্রোপাগান্ডা ছড়ানো হয়েছিল’ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়াতে আইজিপির নির্দেশ নাইকো দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ শুরু কেয়া গ্রুপের আরো ২টি কারখানা বন্ধ ঘোষণা গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সহায়তা করবে জার্মানি গাজীপুরে ঝুটের ৩টি গুদামে আগুন

সকল