কানাইঘাটে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা
- সিলেট ব্যুরো
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
সিলেট জেলার কানাইঘাটে গত সোমবার মধ্যরাতে একদল সংঘবদ্ধ ঘাতকের হাতে খুন হয়েছেন সালিক আহমদ (৪৬) নামে পূর্ব লক্ষ্মীপাশা ইউনিয়নের মনিপুর গ্রামের এক ব্যক্তি। তিনি এই গ্রামের আজিজুর রহমানের ছেলে। সাতবাক ইউনিয়নের লুপারমুক বাজারের পাশে ফেরার পথে ঘাতকচক্র ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে এবং লাশ সুরমা নদীর পাড়ে ফেলে যায়।
নিহতের স্ত্রী নাজমা বেগম পুলিশ ও সাংবাদিকদের বলেন, পূর্ব শত্রুতার জেরে মনিপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আশিক উদ্দীন (৪৫), একই গ্রামের মৃত সফাই মিয়ার ছেলে বাবলু, মৃত আব্দুর রবের ছেলে হুমায়ুন ও নুরুল হকের ছেলেসহ ৯-১০ জন সংঘবদ্ধ ঘাতকচক্র এ খুনের সাথে জড়িত।
কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল গতকাল বিকেলে জানান, লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুুতি চলছে। পুলিশ ইতোমধ্যে খুনিদের ধরতে অভিযানে নেমেছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা