২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

জনবল সঙ্কট ও অব্যবস্থাপনায় খুঁড়িয়ে চলছে স্বাস্থ্যসেবা

-

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে হকার, ইজিবাইক পার্কিং ও বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টিভদের দৌরাত্ম্যে রোগীদের ভোগান্তি বেড়েছে। এ ছাড়া জনবল সঙ্কটে হাসপাতালে চিকিৎসা সেবাও ব্যাহত হচ্ছে।
উপজেলার ষোলঘরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সটির অব্যবস্থাপনায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরজুড়ে যত্রতত্রভাবে পার্কিং করে রাখা হচ্ছে অসংখ্য ইজিবাইক ও মোটরসাইকেল। এতে জরুরিভাবে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যান ও জনসাধারণের চলাফেরায় বিঘœ ঘটছে। হাসপাতালের বহির্বিভাগের বাইরে ও ভিতরে অর্ধশত রিপ্রেজেন্টিটিভ সারাক্ষণ ওঁৎ পেতে থাকেন। তাদের অত্যাচারে অতিষ্ঠ আগত রোগী ও তার আত্মীয়রা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শৃঙ্খলা বলতে কিছুই নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা। হাসপাতালে ঢুকতে প্রধান গেইটের পাশে চোখে পড়বে চেয়ার টেবিল পেতে বসে আছেন বেশ চটপটি, ফুসকাসহ নিম্নমানের অস্বাস্থ্যকর খাবারের বিভিন্ন দোকানপাট। চত্বরজুড়ে যেখানে সেখানে ময়লা আবর্জনা, পানি নিষ্কাশনের ড্রেনে জমে আছে ময়লাযুক্ত নোংরা পানি। ডাক্তারদের চেম্বারের পাশে দাঁড়িয়ে থাকা রিপ্রেজেন্টিটিভরা রোগীর ব্যবস্থাপত্র দেখার জন্য হুমড়ি খাওয়ার দৃশ্য। সংশ্লিষ্টদের সঠিক তদারকির অভাবে এমনটা হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর অনুমোদিত পদের মধ্যে প্রায় অর্ধেক পদই শূন্য। জনবল সঙ্কটে স্বাস্থ্য কমপ্লেক্সসহ এর আওতায় ১৪টি ইউনিয়নভিত্তিক পরিচালিত উপস্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় কমিউনিটি ক্লিনিকেও চিকিৎসাসেবা প্রদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সের নম্বরবিহীন একমাত্র অ্যাম্বুলেন্সটিও নষ্ট হয়ে আছে প্রায় আড়াই বছর ধরে। আ্যাম্বুলেন্সটি অযতেœ আর অবহেলায় ফেলে রাখা হয়েছে। অন্য দিকে হাসপাতালের গাড়িচালক শাহ-জালাল নিজের কেনা অ্যাম্বুলেন্স দিয়ে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন। এই ব্যক্তিগত অ্যাম্বুলেন্স বাদেও সরকারি হাসপাতালটিতে রয়েছে একটি সিন্ডিকেট চক্র। বহিরাগত ওই সিন্ডিকেটের আওতায় রয়েছে ৪-৫টি অ্যাম্বুলেন্স।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা: জসিম উদ্দিন এ হাসপাতালের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, হাসপাতালের ভিতরে প্রবেশের রাস্তাটির অবস্থাও নাজুক। এ ছাড়া একটি বড় সমস্যা হলো জনবল সঙ্কট। বিষয়টি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মহলে আলোচনা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
গণহত্যার বিচারে ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জের আবেদন খারিজ বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি, কিছু পাওয়া যায়নি নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার সৈয়দপুরে ফ্লাইটের শিডিউল বিপর্যয়, আটকা শতাধিক যাত্রী তুরস্কের স্কি রিসোর্টে আগুনে মৃত্যু বেড়ে ৭৬ জেনিনে ইসরাইলি হামলায় নিহত ৯, আহত ৩৫ পলক-আতিক-সাদেক খান রিমান্ডে বিএনপির সাথে খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত আ’লীগ একাত্তরে বন্দুকের মুখে মানুষকে রেখে পালিয়েছিল, ২৪ সালে সে কাজই করেছে : মঈন খান বোমা হামলার হুমকি : তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত বন্ধ ইমিগ্রেশন মালয়েশিয়া গমনেচ্ছুরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে যাচ্ছেন

সকল