০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গেটে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

-

অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের ভর্তি কার্যক্রম নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতা এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষার্থীদের স্বার্থবিরোধী চিঠি প্রত্যাহার দাবিতে শিক্ষার্থীরা গতকাল বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তবে বেলা ১১টার দিকে ভিসি, প্রোভিসি ও রেজিস্ট্রারকে প্রবেশের অনুমতি দেয় শিক্ষার্থীরা।
ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়টি দ্রুত সমাধানের লক্ষ্যে প্রো-ভিসি প্রফেসর লুৎফর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে।’
অন্য দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪-২৫ সেশনে অন ক্যাম্পাস অনার্স প্রোগ্রামের ভর্তি কার্যক্রম নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেরিত একটি চিঠি শিক্ষার্থীদের স্বার্থবিরোধী বলে দাবি করে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।
আন্দোলনের অন্যতম সংগঠক তাহমিদ আল জুনাইদ বলেন, ‘ভিসির আশ্বাসের পরও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়েছি এ ধরনের কর্মসূচি নিতে।’


আরো সংবাদ



premium cement