০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

সংক্ষিপ্ত সংবাদ

-

যৌথ কর্মিসভা
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের পক্ষে ৩১ দফা বাস্তবায়ন কল্পে যৌথ কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বাউরা পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাজীর লিমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক সপিকার রহমান প্রমুখ।

প্রকাশনা উৎসব
সিরাজগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার উদ্যোগে গত সোমবার সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে দুই দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসবের উদ্বোধন করা হয়েছে। শহর শাখার সভাপতি শামীম রেজার সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, অধ্যক্ষ প্রফেসর মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা সিভিল সার্জন ডা: নুরুল আমিন প্রমুখ। প্রকাশনা উৎসবের স্টলটি শহীদ শিহাবের স্মরণে উৎসর্গ করা হয়েছে।

অভিযান
ভোলা প্রতিনিধি
ভোলার বিসিক শিল্প এলাকায় নকল চিপস কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোলা জেলা প্রশাসন। গত সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন এ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, বিএসটিআইয়ের আঞ্চলিক অফিসার সি এম এইচ এম তানজীল। সহকারী কমিশনার যায়েদ বলেন, কোনো প্রকার বিএসটিআইর অনুমোদন ছাড়াই নাহিয়ান ফুডস কারখানায় নকল চিপস ও ফুড আইটেম তৈরির অভিযোগে জরিমানা করা হয়।

শিক্ষাসামগ্রী বিতরণ
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তরী স্কুলের ৭০জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন লাল সবুজ উন্নয়ন সঙ্ঘ। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী ও তরীর সভাপতি শাফায়াত মীরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম সেলিম, সহযোগী অধ্যাপক তামালিকা সুলতানা প্রমুখ।

সচেতনামূলক সভা
লালপুর (নাটোর) সংবাদদাতা
নাটোরের লালপুরে স্যানিটেশন ও হাইজিন নিয়ে সচেতনামূলক সভার আয়োজন করা হয়েছে। গত সোমবার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার প্রমুখ। অন্য দিকে জেলা প্রশাসক কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও চকলেট উপহার দেন।

গলদা চিংড়ি বিনষ্ট
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জে ক্ষতিকর জেলী পুশের অভিযোগে ১৩০০ কেজি গলদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে। গত সোমবার উপজেলার তারালী ইউনিয়নের আমিয়ান এলাকা থেকে পিকআপ ভর্তি এ গলদা চিংড়ি জব্দ করা হয়। মৎস্য মান নিয়ন্ত্রণ খুলনা বিভাগীয় পরিদর্শক মিজানুর রহমান জানান, জেলি পুশকৃত ১৩০০ কেজি গলদা জব্দ করে আগুনে পুড়িয়ে ফেলা হয়। বিনষ্টকৃত গলদা চিংড়ির মূল্য ১২ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

পিঠা উৎসব
কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে গত সোমবার অনুষ্ঠিত হলো পিঠা পুলি উৎসব। গত সোমবার কলেজ চত্বরে অনুষ্ঠিত পিঠা উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত। আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম, কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মাহবুবুর রহমান সুরুজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার প্রমুখ।

মাদকবিরোধী শপথ
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ সেøাগানে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক তারুণ্যের উৎসব উদযাপনে টাঙ্গাইলের ধনবাড়ীতে ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, কৃষি মেলা, পিঠা উৎসব পালিত হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গণে এর উদ্বোধন করেন- উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ ও সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান। অনুষ্ঠানে উপস্থিত সব শিক্ষার্থীকে মদকবিরোধী শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ।

বিজ্ঞান মেলা
চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। গত সোমবার উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, কৃষি অফিসার মুসাব্বির হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গ প্রমুখ।
মেলায় উপজেলার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী খুদে বিজ্ঞানী ওয়াকিমুল ইসলাম রিফাতের আবিষ্কার তারবিহীন গিটার ছিল আলোচনায়।


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনিদের গাজায় থাকার ইচ্ছাকে বিশ্ব নেতাদের সম্মান করা উচিত : জাতিসঙ্ঘে ফিলিস্তিনি দূত বকশীগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ বিমানের এক টিকিটে আরেকটি ফ্রি দিচ্ছে ফার্স্টট্রিপ গাজায় ইসরাইলের তিন প্রধান লক্ষ্য ঘোষণা করলেন নেতানিয়াহু তাপমাত্রা বাড়তে পারে দুদকের মামলায় গ্রেফতার শিবলী রুবাইয়াত প্রিন্স আগা খান চতুর্থ আর নেই রূপপুর প্রকল্পে আত্মসাতের অর্থে লন্ডনে ফ্ল্যাট কিনেছেন টিউলিপ! বৈশ্বিক তাপামাত্রা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা অসম্ভব : জেমস হ্যানসেন মুরাদনগরে সম্পত্তির জেরে টেঁটা বিদ্ধ করে ভাতিজিকে হত্যাচেষ্টা নতুন দল গঠন নিয়ে মতামত চাইলেন হাসনাত

সকল