ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা স্লোগান
- বগুড়া অফিস
- ২১ জানুয়ারি ২০২৫, ০১:৩৯
বগুড়ার ধুনটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ স্লোগান লিখেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। গতকাল সোমবার ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দেয়ালে এ চিত্র দেখা গেছে।
গ্রাফিতি অঙ্কনে ভূমিকা পালনকারী এক শিক্ষার্থী জানান, রাতের আঁধারে কোনো অপশক্তি গ্রাফিতিগুলো নষ্ট করেছে। এগুলোর ওপর জয় বাংলা স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট স্থগিত করেছেন। তারা অন্যায়ভাবে আমাদের গ্রাফিতির নষ্ট করেছে।
স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উপজেলার বিভিন্ন দেয়ালে প্রতিবাদী এসব চিত্র আঁকা হয়। শেখ হাসিনা ও আওয়ামী বিরোধিতার পাশাপাশি এসবে দেশপ্রেম, সাম্য, সম্প্র্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তাও জানানো হয়।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, রাতের অন্ধকারে গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা দেয়ালে জয় বাংলা লিখেছে। তারা জয় বাংলা কায়েম করার চেষ্টা করছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা