২১ জানুয়ারি ২০২৫, ০৭ মাঘ ১৪৩১, ২০ রজব ১৪৪৬
`

শিক্ষার্থী কেন্দ্রিক কারিকুলাম বাস্তবায়ন করাই মুখ্য উদ্দেশ্য : বাউবি ভিসি

-

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রামের কারিকুলাম লে-আউট ও সিলেবাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত গতানুগতিক হওয়ার সুযোগ নেই। কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো সমান সুযোগ নিয়ে পড়াশুনা চালিয়ে যেতে পারেন না। শিক্ষাক্ষেত্রে তাদেরকে অনেক প্রতিকূলতা ও বাধা অতিক্রম করতে হয়। তাই বাউবির কারিকুলাম ও সিলেবাস প্রণয়নের সময় এ দিকগুলো অবশ্যই বিবেচনায় রাখতে হবে।
গতকাল সোমবার গাজীপুর ক্যাম্পাসে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘ওবিই কারিকুলাম বাস্তবায়ন’ বিষয়ক দিনব্যাপী সেমিনারে সভাপতির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এ বিশ্ববিদ্যালয়ে সপ্তাহের সবদিন ক্লাস কার্যক্রম পরিচালনা সম্ভব হয় না। সেক্ষেত্রে বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এবং কারিকুলাম এমনভাবে প্রণয়ন করতে হবে যেন শিক্ষার্থীরা সপ্তাহে একদিন বা দু’দিন ক্লাসে অংশগ্রহণ করে ঘরে বসেই তাদের বাকি শিক্ষাকার্যক্রম চালিয়ে নিতে পারেন।
তিনি আরো বলে, এ বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামভিত্তিক কারিকুলাম এবং সিলেবাস প্রণয়নের সাথে সংশ্লিষ্ট শিক্ষকমণ্ডলীর মতামত এবং প্রস্তাবনা নিয়ে আগামীতে কিভাবে শিক্ষার্থী কেন্দ্রিক কারিকুলাম বাস্তবায়ন করা যাবে তার একটি রূপরেখা প্রণয়ন করাই আজকের সেমিনারের মুখ্য উদ্দেশ্য।
এ সময় আরো বক্তব্য রাখেনÑ প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম। সেমিনার সঞ্চলনা ও স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো: সিরাজুল ইসলাম।

 


আরো সংবাদ



premium cement
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ অন্য দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে ‘চুরি’ করছে : ডোনাল্ড ট্রাম্প ভক্তের ভালোবাসায় আপ্লুত লিটন দাস ইউক্রেনের যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চান জেলেনস্কি : ট্রাম্প ফরিদপুরের ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের ক্ষমা করায় ন্যান্সি পেলোসির নিন্দা মার্কো রুবিও হচ্ছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী বাইডেন আমলের ৭৮টি নির্বাহী আদেশ বাতিল করেছেন ট্রাম্প ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করেছেন ট্রাম্প ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর

সকল