০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`

দর্শনায় কৃষকদল নেতাসহ ৩ জনকে কুপিয়ে জখম

-

শিল্প ও সীমান্ত শহর দর্শনা দু’দিন কিছুটা শান্ত থাকলেও ফের অশান্ত হয়ে উঠেছে। গতকাল প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে আবার দর্শনাকে আশান্ত করে তোলা হয়েছে। পরে চুয়াডাঙ্গা সেনাবাহিনীর একটি দল ও দর্শনা থানা পুলিশ যৌথভাবে পরিবেশ নিয়ন্ত্রণে আনলেও এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কেরু চিনিকলের ডিস্টিলারি বিভাগের গেটের সামনে জেলা কৃষকদলের সদস্য আ: হাতেমকে হেলমেট পরা বেশ কয়েকজন তাকে কুপিয়ে চলে যায়। পরে দর্শনার সাবেক সেনা সদস্য সালাম ও যুবদল সমর্থক সাব্বির হোসেনকে মারপিট করার অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল কেরু চিনিকল এলাকায় অভিযান চালিয়ে যুবদলের দু’জনকে আটক করেছে।

পুলিশ ও আহতদের স্বজনরা জানান, ওই দিন ১২টার দিকে জেলা কৃষকদলের সদস্য আবুল হাতেম (৪০) চিনিকলের ডিস্টিলারি গেটের সামনে বসে থাকা অবস্থায় হেলমেট পরা বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে দা দিয়ে কুপিয়ে চলে যায়। পরে বেলা দেড়টার দিকে কিছু দুর্বৃত্ত দর্শনার সাবেক সেনা সদস্য ও সেনাবাহিনীর অধিকার পরিষদের দামড়হুদা শাখার সভাপতি আ: ছালাম (৪৫) ও যুবদল সমর্থক সাব্বির হোসেনকে (৩০) পিটিয়ে আহত করার খবর পাওয়া যায়।
খবর পেয়ে দামুড়হুদা-জীবননগর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানার নেতৃত্বে জেলা শহর থেকে সেনা সদস্যের দু’টি গাড়ি, পুলিশের রিজার্ভ ফোর্স ও দর্শনা থানা পুলিশ কেরু চিনিকল এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মাহাবুল হোসেন (৪২) ও আরুক হোসেনকে (৪০) আটক করেন।
কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান জানান, মিল এলাকায় সহিংস ঘটনার জন্য জেলা পুলিশ সুপার ও সেনাবাহিনীকে জানানো হলে তারা অভিযান চালান। মিল এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হলে ব্যবস্থা নেয়া হবে।
দর্শনা থানার ওসি শহীদ তিতুমির ও চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা জানান, অভিযান চলমান থাকবে।

 


আরো সংবাদ



premium cement