০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`
কলেজ শিক্ষককে মারধর

রাঙ্গাবালীতে বিএনপি নেতাসহ ১১ জনের নামে মামলা

-

ফেসবুকে একটি পুরোনো ছবি শেয়ারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক কলেজ প্রভাষককে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে। গত রোববার রাতে চরমোন্তাজ ইউনিয়নের স্লুইস বাজারে এ ঘটনা ঘটে। মারধরের পরে অভিযুক্তরা প্রভাষক মো. রিয়াজ আহম্মেদকে স্থানীয় বাজারে শতাধিক মানুষের সামনে ক্ষমা চাইতে বাধ্য করে।
আহত রিয়াজ আহম্মেদ চরমোন্তাজ আব্দুল ছাত্তার স্কুল অ্যান্ড কলেজের বাংলা বিভাগের প্রভাষক। তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই স্কুল এন্ড কলেজের সভাপতি এডভোকেট মো. জসিম উদ্দিন বাদী হয়ে গতকাল সোমবার গলাচিপা ম্যাজিস্ট্রেট আদালতে ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলামসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা নজরুল ইসলামের অনুসারী ৩০-৪০ জনের একটি দল এ হামলায় অংশ নেয়। স্থানীয়ভাবে বিতর্কিত নজরুল ইসলাম একটি ফেসবুক পোস্টের জেরে ক্ষুব্ধ হয়ে এ হামলা চালান বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, সম্প্রতি ফেসবুকে নজরুল ইসলামের পুরোনো একটি ছবি ভাইরাল হয়, যেখানে তাকে উপজেলা আওয়ামী লীগের দুই নেতার সঙ্গে খাম বিনিময় করতে দেখা যায়। এই ছবিটি শেয়ার করায় তিনি ক্ষুব্ধ হন। পরে তার অনুসারীরা হামলা চালায়। এই ঘটনায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা হামলাকারীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।


আরো সংবাদ



premium cement