অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
- ফরিদপুর প্রতিনিধি
- ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: মনজুরুল ইসলামের ওপর হামলার জড়িতদের গ্রেফতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এ সময় তারা দুই দিনের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
গত সোমবার সকালে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের শহর শাখার ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে সারদা সুন্দরী কলেজ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি মুজিব সড়ক হয়ে জনতা ব্যাংকের মোড় এসে শেষ হয়।
এ সময় বাকশিসের (বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি) নেতা অধ্যাপক এম এম শহিদুল ইসলাম লিটুর সভাপতিত্বে কলেজ শিক্ষকেরা বক্তব্য দেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদল সভাপতি আবু বকর সিদ্দিকী সেখানে উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা পাশে আলীপুরে হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
বক্তারা অভিযোগ করে বলেন, ঘটনার পাঁচদিন পার হলেও এখনো হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তারা ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসক মো: কামরুল হাসান মোল্লা ঘটনাস্থলে এসে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি রাতে অধ্যক্ষ মনজুরুল ইসলামের ওপর হামলা চালায় দুই যুবক। পেছন থেকে মোটরসাইকেলে করে তার মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যায়।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সরকারের উচ্চ মহলে এই বিষয়টিকে অবহিত করা হয়েছে। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের নিকট ধৈর্য্য ধরার আহ্বান জানান।
পুলিশ সুপার মো: আব্দুল জলিল বলেনথ, এ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা