জনবল ও যন্ত্রপাতি সঙ্কটে মিলছে না কাক্সিক্ষত সেবা
- সাইফুল ইসলাম নাঙ্গলকোট (কুমিল্লা)
- ২১ জানুয়ারি ২০২৫, ০০:০০
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, নার্স ও কর্মচারী সঙ্কটে এলাকাবাসী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছে। প্রয়োজনীয়সংখ্যক ডাক্তার, নার্স না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১০ জন জুনিয়র কনসালট্যান্টের মধ্যে চারজনের পদই শূন্য, মেডিক্যাল অফিসার তিনজনের মধ্য তিনটি পদ শূন্য, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক, হিসাবরক্ষক, ক্যাশিয়ারে একটি করে পদ, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটরের দু’টিসহ মোট পাঁচটি পদ শূন্য রয়েছে। মেডিক্যাল টেকনোলজিস্টের (রেডিওথেরাপি) পদ শূন্য থাকায় আলট্রাসনোগ্রাম মেশিনটি বছরের পর বছর বন্ধ থাকার পর গত এক বছর পূর্বে সপ্তাহে দু’দিন করে মেশিনটি চালু হলেও ক্রটির কারণে গত দু’মাস থেকে আলট্রাসনোগ্রাম মেশিনটি চালু করা সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) কাগজে-কলমে থাকলেও তিনি গত দুই বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া) না থাকায় বিভিন্ন অপারেশন কার্যক্রম বন্ধ থাকতে দেখা যায়।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনিয়র কনসালট্যান্ট (সার্জারি) একজন, জুনিয়র কনসালট্যান্ট (চক্ষু) একজন, জুনিয়র কনসালট্যান্ট (অর্থ-সার্জারি) একজন, জুনিয়র কনসালট্যান্ট (চর্ম ও যৌন) একজন, প্যাথলজিস্ট একজন, মেডিক্যাল অফিসার একজন, মেডিক্যাল অফিসার (ইনডোর) একজন, মেডিক্যাল অফিসার (ইউনানি) একজন, সিনিয়র স্টাফ নার্স পাঁচজন, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক একজন, হিসাবরক্ষক একজন, ক্যাশিয়ার একজন, স্টোর কিপার একজন, ফার্মাসিস্ট একজন, মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওথেরাপি) একজন, মেডিক্যাল টেকনোলজিস্ট (ডেন্টাল) একজন, স্বাস্থ্য পরিদর্শক দুইজন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দুইজন, স্বাস্থ্য সহকারী চারজন, সহকারী নার্স একজন, টি.এল.সি.এ একজন, ড্রাইভার একজন, কম্পাউন্ডার একজন, কার্ডিওগ্রাফার একজন, জুনিয়র মেকানিক একজন, ও.টি বয় একজন, অফিস সহায়ক তিনজন, ওয়ার্ড বয় দুইজন, বাবুর্চি একজন, আয়া একজন, পরিচ্ছন্নকর্মী দুইজন, মালী একজন, দারোয়ান একজন ও ল্যাব অ্যাটেনডেন্ট একজনের পদ শূন্য রয়েছে।
নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মু. বেলায়েত হোসেন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পদগুলো নিয়মিতভাবে আপগ্রেড হয়। শতভাগ থাকে না। শূন্যপদগুলো পদায়িত হলে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে।
কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন রেজা মো: সারোয়ার আকবর বলেন, স্বাস্থ্য পরিদফতরে জনবল সঙ্কটের রিকুইজিশন দেয়া আছে। স্বাস্থ্য অধিদফতর থেকে জনবল সমন্বয় করে শূন্য পদ পূরণ করা হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা