২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

কন্যাসন্তানের বাবা হলেন শহীদ রাকিব

-

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ নুরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী সাদিয়া খাতুন এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। গতকাল ভোর রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি কন্যাসন্তানের জন্ম দেন। নবজাতকের আগমনে শহীদ পরিবারে আনন্দের পরিবর্তে এখন বিষাদের ছায়া। শহীদ রাকিব দেখে যেতে পারলেন না সন্তানকে।
গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া এলাকায় পুলিশের গুলিতে রাকিব নিহত হন। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও মধ্যপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে নুরে আলম সিদ্দিকী রাকিব। তিনি হেফজ বিভাগ শেষ করে ঈশ্বরগঞ্জের ভাসা মাদরাসার ছাত্র ছিলেন। একই সঙ্গে তিনি নিজ বাড়িতে তা’লিমুল কোরআন মহিলা মাদরাসা প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষকতা করতেন।
নিহত রাকিবের স্ত্রী সাদিয়ার ভাই শামীম জানান, নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন। তিনি সকলের কাছে শহীদ রাকিবের সন্তান, তার স্ত্রী ও পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।

 


আরো সংবাদ



premium cement