২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

নোয়াখালীতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

-

নোয়াখালীর বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়ায় সৃষ্ট বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত আব্দুর রহমান হৃদয় (২৪) উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর গ্রামের মো: সেলিমের ছেলে।
জানা গেছে, নিহত হৃদয়ের বন্ধু আশিকের কাছ থেকে ৫ হাজার টাকা ধার নেয় চৌমুহনীার গোলাবাড়ি এলাকার শাহ আলমের ছেলে বাবু। টাকা ফেরত না দেয়ায় বিষয়টি আশিক বাবুর ভাই রনিকে জানায়। এতে বাবু ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে আশিকের বন্ধু হোসেন ও সাগরকে তুলে নিয়ে মারধর করে। বিষয়টি জানতে পারে হৃদয় তাদের উদ্ধার করতে যান। পৌর ভূমি অফিসের সামনে পৌঁছলে বাবু হৃদয় ও রাসেলকে ছুরিকাঘাত করে। নোয়াখালী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

 


আরো সংবাদ



premium cement