নিকলীতে এসকেভেটর পোড়াল দুর্বৃত্তরা
- নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০
নিকলীতে পানি উন্নয়ন বোর্ডের কাজে নিয়োজিত এসকেভেটর পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা। এ সময় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার ভাটিভরাটিয়া এলাকার ধনু নদীর পাড়ে তানভীর মিয়ার একটি এসকেভেটরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিলে এতে আনুমানিক ৩২ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় গত শনিবার নিকলী থানায় এসকেভেটর মালিক তানভীর মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ১৭ জানুয়ারি ভাটিভরাটিয়ার জহুর আলীর বাড়িসংলগ্ন ধনু নদীর পাড়ে রাখা ভ্যাকুতে রাত ১২টার দিকে স্থানীয় রাজিব ও ইসহাক মেম্বার আগুন ধরিয়ে দেয়।
নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, মামলার রাতেই রাজিব নামে একজনকে গ্রেফতার শেষে আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা