২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

দীর্ঘদিন অনুপস্থিত ৪ চিকিৎসক সেবাবঞ্চিত চকরিয়াবাসী

-

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়নকৃত চারজন মেডিক্যাল অফিসার দীর্ঘদিন ধরে অনুপস্থিত থেকে তারা ঢাকাসহ অন্য হাসপাতালে কর্মরত রয়েছেন। খালি পদ সৃষ্টি না হওয়ায় নতুন চিকিৎসক নিয়োগ দেয়াও সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসক সঙ্কটে হাসপাতালের জরুরি বিভাগ ও গাইনি বিভাগ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়েছে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, উপজেলার ছয় লাখ মানুষের জন্য নির্মিতব্য ৫০ শয্যার এ হাসপাতালে সরকারিভাবে ১০ মেডিক্যাল অফিসার থাকার কথা থাকলেও রয়েছে মাত্র দুই জন। এ হাসপাতালে প্রতিদিন ১২-১৩ শ’ রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। তিনি আরো জানান, এ হাসপাতালে পদায়নকৃত চারজন মেডিক্যাল অফিসার যোগদানের পর থেকেই ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসক হিসেবে নিয়োজিত রয়েছেন। অথচ তারা এ হাসপাতালে কর্মরত দেখিয়ে বেতন ভাতাসহ সরকারি সুযোগ সুবিধা নিচ্ছেন। এখানে তাদের নিয়োগ থাকায় নতুন করে চিকিৎসক নিয়োগ দেয়া যাচ্ছে না।

তিনি জানান, পদায়নকৃত এই চার ডাক্তার হলেন, গাইনি ও অবস বিভাগের ডা: মাকছুদা বেগম ও মেডিক্যাল অফিসার পদে ডা: আরিফা মেহের, ডাক্তার ইশরাক জাহান রুমানী এবং সহকারী সার্জন শরফুদ্দিন মাহমুদ। তাদের পোস্টগুলো খালি না হওয়ায় নতুন মেডিক্যাল অফিসার নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। ফলে ডাক্তার সঙ্কট থাকছেই। বর্তমানে চিকিৎসকের অভাবে হাসপাতালের জরুরি বিভাগ ও গাইনি বিভাগ দুটি যেকোনো সময় বন্ধ হয়ে পড়তে পারে।
এ চিকিৎসকরা যদি চকরিয়া হাসপাতালে আসতে না চান, তাহলে অন্যত্রে চলে গেলে নতুন চিকিৎসক নিয়োগ দেয়ার সুযোগ থাকে। সেই সুযোগ থেকেও বঞ্চিত করছেন উল্লেখিত চার চিকিৎসক।

 


আরো সংবাদ



premium cement