দুনিয়ার ইতিহাসে পতিত স্বৈরাচার আর ফিরে আসেনি : মুহাম্মদ শাহজাহান
- উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, আপা মাঝে মধ্যে খবর পাঠান ‘আমি ছট করে ঢুকে যাব’। আমরা বলি, আপনি আসতে পারবেন। বাংলাদেশে আপনি তো দীর্ঘ সময় অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন। আপনাকে আমরা বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হেফাজতের মহা-সমাবেশে গণহত্যা, জমিন ও আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করে ছাত্র-জনতাসহ অনেক খুনের আসামি হিসেবে আদালতের কাঠগড়ায় স্বাগত জানাব। আন্তর্জাতিক মানদণ্ডে আপনার বিচার হবে।
তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের মিথ্যা অপবাদে ফাঁসিতে ঝুলিয়েছেন। বিচারকার্য সম্পন্ন হওয়ার পর আপনি সেই ফাঁসি কাষ্ঠে ঝুলছেন- বাংলাদেশের মানুষ এই দৃশ্য দেখবে। গত শনিবার রাত ১১টায় উখিয়ার উত্তর পুকুরিয়ায় তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান এসব কথা বলেন।
শেখ হাসিনাকে অনেকগুলো খুনের মাস্টারমাইন্ড উল্লেখ করে তিনি বলেন, আপনারা দিতে পারেন নাই ইসলামের মর্যাদা, দিতে পারেন নাই আলেম ওলামাদের মর্যাদা, দিতে পারেন নাই গণতন্ত্র, দিতে পারেন নাই সুবিচার ও নাগরিক অধিকার। শেখ পরিবার ২৮ লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গেছে। সুতরাং ষড়যন্ত্র করে আর লাভ নেই। দুনিয়ার ইতিহাসে কোনো পতিত স্বৈরাচার আর ফিরে আসতে পারেনি। এই স্বৈরাচারও ফিরে আসতে পারবে না। এই ব্যাপারে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে।
মুহাম্মদ শাহজাহান আরো বলেন, ছাত্র-জনতার রক্তাক্ত বিপ্লবের পর আমরা বাংলাদেশকে নতুন করে গঠন করতে চাই। দেশের প্রয়োজনে আমরা সবাই জাতীয় ঐক্য রচনা করব। এই ঐক্যের মাধ্যমে আমরা সব ষড়যন্ত্রকে মোকাবেলা করব। আমরা ন্যায়বিচার চাই।
রাজাপালং এমদাদুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ এম আবুল হাসান আলীর সভাপতিত্বে ও আব্দুল করিমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সরওয়ার জাহান চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলতান মাহমুদ চৌধুরী, রাজাপালং ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা