যৌন নির্যাতনের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার
- চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
- ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বহিষ্কৃত বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির মো: জুয়েল রানাকে গ্রেফতার করেছে র্যাব। এক শিশু যৌন নির্যাতনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গতকাল রোববার সকালে সিরাজগঞ্জ শহর থেকে জুয়েল রানাকে গ্রেফতারের পর চৌহালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, গত ১১ জানুয়ারি রাতে পূর্ব পরিচয়ের সূত্র ধরে চৌহালী উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে জুয়েল রানা ওই শিশুটিকে যৌন নির্যাতন করেন। এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনার দু’দিন পর ১৩ বছর বয়সী শিশুটির বাবা জুয়েলের বিরুদ্ধে মামলা করেন। গত মঙ্গলবার রাতে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকেই বহিষ্কার করে জেলা বিএনপি। শিশুটি স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী।
র্যাব কর্মকর্তা বলেন, জুয়েল গা-ঢাকা দিয়েছিলেন। গোপন সংবাদে অভিযান চালিয়ে বহিস্কৃত এ নেতাকে গ্রেফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা