শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান
- শরীয়তপুর প্রতিনিধি
- ২০ জানুয়ারি ২০২৫, ০০:০০
দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে ২০টি উন্নয়ন প্রকল্পের অভিযোগের বিষয়ে শরীয়তপুর জেলা পরিষদে অভিযান পরিচালনা করেছে দুদক মাদারীপুর অঞ্চল। এর মধ্যে সখিপুর ডাকবাংলোতে ৫০ লাখ টাকা বরাদ্দের কোনো কাজ না করে পুনরায় ১ কোটি টাকা বরাদ্দ দেয়াসহ বিভিন্ন বরাদ্দে সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রমাণ পাওয়ার কথাও জানায়। গতকাল দুদক মাদারীপুর অঞ্চলের সহকারী পরিচালক আক্তারুজ্জামানের নেতৃত্বে উপসহকারী পরিচালক সাইদুর রহমানসহ পাঁচজনের দল এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক আখতারুজ্জামান সাংবাদিকদের বলেন, দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে শরীয়তপুর জেলা পরিষদের ২০টি উন্নয়ন প্রকল্পে ও বিভিন্ন বরাদ্দে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আমরা পেয়েছি। অভিযানকালে প্রকল্পগুলোর দুর্নীতিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা সিকদার, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা, প্রশাসনিক কর্মকর্তা নুর হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য কামরুজ্জামান উজ্জ্বল, আসমা আক্তার, শাখাওয়াত হোসেন মোল্যা ও সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আলম মামুন জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা