২০ জানুয়ারি ২০২৫, ০৬ মাঘ ১৪৩১, ১৯ রজব ১৪৪৬
`

বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ

-

মাদকদ্রব্য ধ্বংস
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ ও শ্রীমঙ্গল সীমান্ত এলাকা থেকে বিভিন্ন সময়ে জব্দ করা হভশ কোটি টাকার মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। গত রোববার বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অফিস প্রাঙ্গনে এসব মাদক দ্রব্য ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদক দ্রব্যের মধ্যে রয়েছে ফশন কোটি ৭১ লাখ টাকার বিদেশী মদ, প্রায় ১৫ হাজার টাকার বাংলা মদ, ১৪ লাখ টাকার ফেনসিডিল, প্রায় ১০ লাখ টাকার গাজা, প্রায় ৯ লাখ টাকার ইয়াবা, প্রায় তিন লাখ টাকার বিয়ার, প্রায় চার লাখ টাকার ইস্কপ সিরাপ, প্রায় ৩০০ টাকার ভারতীয় বিড়ি।

ওলামা সম্মেলন
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামায়াতে ইসলামী ওলামা বিভাগ, নিগুয়ারী ইউনিয়ন শাখার আয়োজনে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সুতাচাপুর মরহুম আ: কাদির মেম্বার মার্কেট মাঠে পাগলা থানা ওলামা বিভাগের সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, ময়মনসিংহ জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা বদরুল আলম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল ও পাগলা থানা আমির মাওলানা মদাদুল হক প্রমুখ।

কম্বল বিতরণ
নোয়াখালী অফিস
নোয়াখালীতে ফ্রেন্ড পাওয়ার গ্রুপের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শীতার্ত মানুষের মধ্যে গত শনিবার কম্বল বিতরণ করা হয়েছে। সংগঠনের সভাপতি-রায়হানুল হাসান রাসুর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আবদুর রহমান সোহেলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সহসভাপতি সাগর, যুগ্ম সাধারণ স¤পাদক আকাশ, সহসাংগঠনিক সম্পাদক অভি, ধর্মবিষয়ক সম্পাদক বাবু, কোষাধ্যক্ষ গোলাম কিবরিয়া, পারভেজ, নুরু নবী, শাওন, মারুফ, মেহেরাজ, রনি, সোহাগ, বেলাল প্রমুখ।

শোক সভা
পোরশা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর পোরশায় নিহত নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইদুর রহমানের স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে নিতপুর মডেল মসজিদ প্রাঙ্গণে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাদেকুল ইসলামের সভাপতিত্বে এ শোক সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুর রহমান শাহ চৌধুরী প্রমুখ।

মালামাল চুরি
গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়খালীর গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের তথ্য সেবাকেন্দ্রের স্টিলের বিভিন্ন মালামাল চুরি করার সময় হানিফ মোল্লাকে (৫৫) হাতেনাতে আটক করেছে পুলিশ। গত শনিবার বকুল বাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। হানিফ ওই ইউনিয়নের লামনা গ্রামের আপ্তের মোল্লার ছেলে।
গলাচিপা থানার ওসি আসাদুর রহমান জানান, তার বিরুদ্ধে অভিযোগ পেলেই আইনের আওতায় আনা হবে।

ওরিয়েন্টেশন
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
দাউদকান্দি পৌরসভায় আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের ওরিয়েন্টেশন ক্লাস সম্পন্ন হয়েছে। গত শনিবার পৌরসভাস্থ আবিদ ভবনে স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাঈমা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম প্রমুখ।

পিঠা উৎসব
মুলাদী (বরিশাল) সংবাদদাতা
বরিশালের মুলাদী উপজেলায় আল-রাজি ইন্টারন্যাশনাল স্কুল মাঠে গত শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আল-রাজি ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মু. আবদুল আহাদ ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নিজাম উদ্দিন। বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল মো: সোলাইমানের পরিচালনায় এতে বক্তব্য দেন, পল্লী উন্নয়ন অফিসার এইচ এম সুমন, স্কুলের উপদেষ্টা নজিবুর রহমান ভূঁইয়া কামাল প্রমুখ।

সংবর্ধনা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার চৌদ্দগ্রামে গত আগস্ট মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবা ও উপহার সামগ্রী পৌঁছে দেয়ায় ৫০ মানবিক সংগঠককে সংবর্ধনা দিয়েছে জাতীয় স্বেচ্ছাসেবী সংগঠন আনন্দ সঙ্ঘ। গত শনিবার ধোড়করা উচ্চবিদ্যালয়ে সংগঠনের চিওড়া ইউনিটের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আনন্দ সঙ্ঘের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আল আমিন রাসেল। সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক পলাশ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবদুল হক ভূঁইয়া প্রমুখ।

মতবিনিময় সভা
কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঁঠালিয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের সাথে এক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে গত শনিবার উপজেলা অডিটোরিয়ামে শিক্ষক সমিতির সভাপতি মো: হুমায়ুন কবির শাহিনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রিয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো: রফিকুল ইসলাম জামাল। শিক্ষক সমতির সভাপতি মাসুম মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো: জালালুর রহমান আকন প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement