বাঁশখালীতে উপদেষ্টা হাসান আরিফের স্মরণসভা ও দোয়া
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা মরহুম এ এফ হাসান আরিফের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, হাসান আরিফ আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে বেঁচে থাকবেন।
গতকাল শনিবার দুপুরে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মাঠে খান বাহাদুর ফাউন্ডেশন আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি মাহমুদুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম আদালতের সাবেক পিপি কফিল উদ্দিন চৌধুরী, চিকিৎসক ডা: সৈয়দ মেজবাহুল হক, মরহুমের ছেলে অ্যাডভোকেট মুয়াজ আরিফ, মরহুমের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো: আদীব চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জামশেদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো: জসিম উদ্দিন ও বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা