১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

রায়গঞ্জে বিএনপি নেতার প্রশ্রয়ে আ’লীগ নেতার ঠিকাদারি

রায়গঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে সড়কের ঠিকাদারি কাজ করছেন সাবেক পৌর মেয়রের ভাই : নয়া দিগন্ত -

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই আওয়ামী নেতা মোমিন পাঠানের দুই কোটি টাকার রাস্তা মেরামতের কাজ চলছে বিএনপি নেতা রোম বাদশা ও বোরহানের প্রশ্রয়ে। রাজনৈতিক মামলায় ওই আওয়ামী লীগ নেতা আত্মগোপনে থাকলেও ঠিকাদারি কাজ তার থেমে নেই।

জুলাই বিপ্লবের পর রায়গঞ্জ মোমিন পাঠানের থেমে যাওয়া রায়গঞ্জ এলজিইডির ধামাইনগর থেকে নিমগাছী কড়িতলা পর্যন্ত রাস্তার কাজ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রোম বাদশা ও পৌর যুবদলের আহ্বায়ক বোরহান উদ্দিনের প্রশ্রয়ে পুরোদমে চলছে।
সরেজমিন দেখা যায়, উপজেলার ধামাইনগর থেকে নিমগাছীর কড়িতলা পাঁচ কিলোমিটার সড়কের পুরনো পিচ ঢালাই তুলে ফেলে নতুন খোয়া বালু মিশ্রিত করে রাস্তাটি সংস্কারের কথা থাকলেও সেভাবে কাজ হচ্ছে না। শুধু যৎসামান্য খোয়া ছিটিয়ে রোলারে সমান করে দেয়া হচ্ছে। এতে ওই রাস্তায় ভ্যানগাড়ীর চাকার ঘর্ষনেই উঠে যাচ্ছে রাস্তার পুরনো খোয়াগুলো।

এ ব্যাপারে উপজেলা এলজিইডির অফিসে তথ্য জানতে গেলে পৌর বিএনপি নেতা রোম বাদশা ও বোরহান উদ্দিন এ সংবাদদাতাকে ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেন। বিষয়টি নিয়ে রাস্তার ঠিকাদার মোমিন পাঠানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। কাজ তদারকি করা (এসও) মামুন বলেন, এই কাজটির ঠিকাদারি প্রতিষ্ঠান একজনের কিন্তু কাজ করছে অন্যজন।
রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী তামান্না রহমান মোবাইল ফোনে জানান, এ বিষয়ে ফোনে কোনো আলাপ হবে না। আমার অফিসে এসে সাক্ষাতে তথ্য নিয়ে যান।


আরো সংবাদ



premium cement