১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন, শাশুড়ি আহত

-

চকরিয়ায় পৌর এলাকায় স্বামী মেহেদীর (২২) ছুরিকাঘাতে স্ত্রী উম্মে হাসপা তাহিয়া (১৯) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে শাশুড়িও গুরুতরভাবে ছুরিকাহত হন। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে চকরিয়া পৌর সভার ভাঙ্গার মুখ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চকরিয়া উপজেলা প্রেস ক্লাবের দফতর সম্পাদক আবদুল হামিদের মেয়ে উম্মে হাসপা তাহিয়া শ্বশুড় বাড়িতে নির্যাতনের শিকার হয়ে কয়েক দিন আগে বাবার বাড়ি চলে আসেন। গত বৃহস্পতিবার তাকে নিয়ে যাওয়ার জন্য মেহেদী স্বামী চাপ প্রয়োগ করেন। পরদিন শুক্রবার তার বাবা আবদুল হামিদ জুমার নামাজ পড়তে গেলে স্বামী মেহেদী (২২) সুপরিকল্পিতভাবে শ্বশুড় বাড়িতে ঢুকে স্ত্রী তাহিয়াকে উপর্যপুরি ছুরিকাঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এ সময় তাহিয়ার মা পারভিন আক্তার (৩০) মেয়েকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করেন মেহেদী। তাদের চিৎকার শুনে পাশের লোকজন এগিয়ে এলে মেহেদী পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত দুইজনকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক স্ত্রী তাহিয়াকে (১৯) মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মা পারভিন আক্তারকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেহেদী ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আজমুল্লা পাড়ার আবুল কাসেমের ছেলে।
চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করেছে।


আরো সংবাদ



premium cement