গৌরীপুর-চররায়পুর-আসমানিয়া সড়কে মারাত্মক ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
- শাহ্ আক্তারুজ্জামান তিতাস (কুমিল্লা)
- ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও দীর্ঘ দিন ধরে সংস্কার না করায় গৌরীপুর-চররায়পুর-আসমানিয়া আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে নদী ভাঙন, ব্যাপক ভূমিধস, বড় বড় গর্ত এবং ভেঙেচুরে একাকার হয়ে গেছে। সড়কটি এখন সম্পূর্ণ ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মারাত্মক ঝুঁকি নিয়ে কোনোরকমে চলছে কিছু যানবাহন। সড়কের এ বেহাল দশায় নানা শ্রেণি- পেশার হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
জানা গেছে, দাউদকান্দি ও তিতাস উপজেলার সীমান্তবর্তী গোমতী নদীর দক্ষিণ কোলঘেঁষে লক্ষ্মীপুর, চান্দেরচর, চর রামনগর, গলিয়ার চর, কুশিয়ারাসহ সিঙ্গুলা গ্রামের পাশে দিয়ে গৌরীপুর থেকে তিতাস উপজেলার আসমানিয়া বাজার পর্যন্ত সাড়ে পাঁচ কিলোমিটার সড়ক এখন মরণফাঁদে পরিণত হয়েছে।
২০২৩ সালে এ সড়কের নির্মাণ ও পাকাকরণ কাজ সম্পন্ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর। এ সড়কের পূর্বপ্রান্তে তিতাস উপজেলার প্রাচীনতম বিশাল ব্যবসাকেন্দ্র আমানিয়া বাজার, পশ্চিমে দাউদকান্দি উপজেলার অন্যতম ব্যবসাকেন্দ্র গৌরীপুর বাজার অবস্থিত। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত যানবাহন চলাচল করছে। দুই উপজেলার প্রচুর সংখ্যক ব্যবসায়ী, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, পাইকার ও কৃষক কৃষিপণ্য নিয়ে যাতায়াত করছে। দুই উপজেলার সীমান্তবর্তী গোমতী নদী প্রবাহিত থাকায় সড়কটি অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
লক্ষ্মীপুর, চান্দের চর, গলিয়ার চর, চররায়পুর, খোশকান্দি ও আসমানিয়া বাজারের কাছে সড়কের অনেক স্থানে ভূমিধস ও গোমতী নদীর ভাঙনেও কোনো কোনো স্থান নদীতে বিলীন হয়ে গেছে। এতে মুমূর্ষু রুগী নিয়ে হাসপাতাল যাতায়াতে বিপাকে পড়ছেন মানুষ। প্রায়ই প্রাইভেট কার, মাইক্রোবাস ও মালবাহী যানবাহন উল্টে দুর্ঘটনায় পতিত হচ্ছে। গৌরীপুর-আসমানিয়া সড়কের এমন ভগ্নদশায় মানুষ চরম হতাশা ও দুর্দশায় কাল কাটাচ্ছেন।
এলজিইডি’র দাউদকান্দি উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, গৌরীপুর-চররায়পুর-আসমানিয়া সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ পেয়েছি। আমি শীঘ্রই পরিদর্শন করে সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
কয়েকজন গাড়ি চালক জানান, এই সড়কটি একটি ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সড়ক। এসব গর্তের কারণে রাতে গাড়ি চালানো যাচ্ছে না। দুই উপজেলার জনগণ বৃহত্তর জনস্বার্থে অবিলম্বে গৌরীপুর-চররায়পুর-আসমানিয়া সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা