কুতুবদিয়া থানার দেয়ালে সৌন্দর্যবর্ধনে স্থান পায়নি জুলাই বিপ্লবের গ্রাফিতি
- কুতুবদিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
কুতুবদিয়া থানার বাউন্ডারিতে দীর্ঘ দিন পর সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। দেয়ালের বাইরে ও ভিতরে রংতুলিতে ফুটিয়ে তোলা হয়েছে দ্বীপের গ্রামীণ জনপদ, সিবিচ, সাগর ও পুলিশের বিভিন্ন ধরনের সেবামূলক কাজের প্রতিচ্ছবি। এ ছাড়া বাল্যবিবাহ, শিশুশ্রম, নারী নির্যাতন বন্ধে নানা প্রকার প্রতিপাদ্য বিষয় স্থান পেয়েছে দেয়াল আল্পনায়।
তবে প্রায় অর্ধশত ছবির মধ্যে ঘাটতি ছিল জুলাই বিপ্লবের গ্রাফিতি বা স্মৃতি। গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের পর দেশজুড়ে শিক্ষার্থীরা শহর কিংবা গ্রামে সরকারি-বেসরকারি বিভিন্ন দেয়ালে গ্রাফিতির বন্যা বইয়ে দেয়। যা আজো অম্লান হয়ে আছে। কুতুবদিয়া থানা কর্তৃপক্ষের দেয়াল সৌন্দর্য বর্ধনে প্রশংসনীয় উদ্যোগে অন্তত কিছু জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকার দাবি রাখে বলে অনেকেই মনে করেন।
জুলাই বিপ্লবের উপজেলার অন্যতম সমন্বয়ক কাজী তাহমিদ বলেন, থানার বাউন্ডারি দেয়ালে সৌন্দর্যবর্ধনে কাজটি প্রসংশনীয় বটে। তারা এটি মনিটরিং করেছেন। দ্বীপের নানা বিষয় উঠে এসেছে ছবিতে। তবে জুলাই বিপ্লবের গ্রাফিতি নেই। দু-চারটি গ্রাফিতি থাকলে আরো ভালো হতো। তারা কয়েকটি জুলাই বিপ্লবের গ্রাফিতি দেয়ালে সংযোজনের দাবি করেন।
কারুকাজে দায়িত্ব পালন করেন ভাস্কর মাহাবুব। তিনি বলেন, বিশাল বাউন্ডারি খালি পড়ে থাকায় সৌন্দর্য ছিল না। থানার ওসি দেয়ালে দ্বীপের বিভিন্ন পর্যটন স্পট, ঐতিহ্য ফুটে ওঠে এমন কিছু কারুকাজ করতে বলেছেন। তিনি চেষ্টা করেছেন কাজের মধ্যে কুতুবদিয়া থানার পরিবেশসহ উপজেলার নানা প্রকৃতি তুলে ধরার। তবে তিনি নিজেও খুশি বলে মনে করেন সাগরকন্যা এই দ্বীপের সৌন্দর্য আঁকতে পারার মাধ্যমে।
ওসি আরমান হোসেন বলেন, কোন রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষের উর্ধে থেকে নিরপেক্ষতা বজায় রাখার চেষ্টা আমাদের। জুলাই বিপ্লবে যেমন ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন, তেমনি পুলিশ সদসও প্রাণ হারিয়েছেন। আমরা বিতর্ক এড়াতে চাই। স্বাধীনতার স্মৃতিমূলক নারী-পুরুষের হাতে জাতীয় পতাকার ছবি এটিও বিপ্লবের অংশ। এরপরেও যদি ছাত্র প্রতিনিধিরা চান, দেয়ালে বিশাল জায়গা খালি রয়েছে সেখানে তাদের নিজ দায়িত্বে কিছু গ্রাফিতি দিতে পারেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা