বেলাবতে রিভলবারসহ মা মেয়ে গ্রেফতার
- বেলাব (নরসিংদী) সংবাদদাতা
- ১৭ জানুয়ারি ২০২৫, ০০:০০
নরসিংদীর বেলাবতে দু’টি রিভলবারসহ মা ও মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি নামক স্থান হতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিজয় পাড়ুয়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে হালিমা আক্তার (২৫) এবং তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫) ।
মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত মা মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি নামক স্থানে সন্দেহজনক ঘুরাফেরা করার সময় বেলাব থানার এসআই শামসুল আলম তল্লাশি করে তাদের কাছ থেকে দু’টি রিভলবার উদ্ধার করে। পরে জিজ্ঞাসাবাদে তারা জানান সিলেটের কোম্পানীগঞ্জ থানার ধুপিপাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্রগুলো পৌঁছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, বেলাব থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা