১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

শার্শায় জমে উঠেছে কুলের বাজার

শার্শার বাগআঁচড়া বেততলা বাজারে কুল বাছাই করছেন ব্যবসায়ীরা : নয়া দিগন্ত -

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বেলতলা বাজারের মৌসুমী ফল (বরুই) কুলের বাজার এখন জমজমাট। আম ও কুল মৌসুমে মুখরিত হয়ে ওঠে এ বাজারের সব আড়ত। পৌষ, মাঘ ও ফাল্গুন এই তিন মাস এ বাজারে চলে কুলের বেচাকেনা। বৈশাখ মাস থেকে শুরু হয় আমের বেচাকেনা।
বাজার ঘুরে দেখা যায়, প্রতিদিন এ বাজার থেকে ৫ থেকে ১০টি ট্রাকে রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে রফতানি হচ্ছে এই মৌসুমী ফল কুল। এটি বর্তমানে এই অঞ্চলের অর্থকারী ফসল হিসেবেও পরিচিতি পেয়েছে। যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী উপজেলা শার্শা ও কলারোয়ার মাঠসহ আশপাশে মাঠজুড়ে চাষ হচ্ছে এ কুল বরই। প্রান্তিক চাষিরা ধানের আবাদ কমিয়ে কুল চাষে ঝুঁকছেন। বাজার ঘুরে দেখা যায়, থাই আপেল কুল ৬০ থেকে ১৫০ টাকা, বলকুল-৭০ থেকে ১২০, টক লাল সাদা ৪৫ থেকে ৯০, গাজীপুরী টক ৪০ থেকে ৭০, বেবিকুল ৬০ থেকে ৮০, বল সুন্দরী ৭০ থেকে ১০০ টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে।
কুল বিক্রেতা চাষি হাসানুজ্জামান ও তরিকুল ইসলাম জানান, তারা গত পাঁচ বছর ধরে কুলচাষ করছেন। এ বছর তিনি সাড়ে ৪ বিঘা জমিতে থাই আপেল কুল চাষ করেছেন। গত বছরের থেকে এ বছর অনেক কুল ধরেছে এবং অনেক বেশী দামে কুল বিক্রি করছেন। তিনি জানান, বেলতলা বাজারে কুল বিক্রি করে যে লাভ পেয়েছেন তা অন্য কোথাও পাইনি। কারণ এখানকার আড়তদাররা সঠিক দাম এবং সঠিক ওজনে কুল ক্রয়-বিক্রি করেন এবং টাকা নিয়ে কোনো তালবাহানা করে না।
সিলেট থেকে আসা কুলের বেপারী রায়হানুজ্জান ও আকরাম আলী জানান, তারা ১৫ বছর ধরে আম, কুল, তরমুজ ও আনারসসহ বিভিন্ন মৌসুমি ফলের ব্যবসার সাথে জড়িত। তাই প্রতি বছরই বেলতলার এ ফলের মোকামে আসেন। এ বছর বাম্পার ফলনের পরও কুলের দাম একটু বেশি। অর্গানিক ফলের বাজার হিসেবে এই এলাকার ফল বাজারের খ্যাতি রয়েছে।

স্থানীয় আড়তদার নাসির উদ্দীন গাইন ও আবুল কালাম জানান, তিনি ৬ বছর ধরে আড়তদারি করছেন। গত বছরের তুলনায় এ বছর কুলের ফলন, চাহিদা ও দাম বেশি থাকায় তাদের ব্যবসা ভালো এবং চাষিরাও অনেক খুশি।
বাগুড়ী-বেলতলা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান মুন্না জানান, চাষি ও ব্যবসায়ীরা যাতে নির্বিঘেœ ব্যবসা করতে পারেন তার জন্য সব ধরনের ব্যবস্থা তারা রেখেছেন। এ বছরের মতো যদি আরো ২-১ বছর এভাবে কুল বেচাকেনা হয় তাহলে বেলতলা বাজার বাংলাদেশের দক্ষিণবঙ্গের মধ্যে বিখ্যাত (কুল বাজার) হিসেবে খ্যাতি অর্জন করবে।
শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা জানান, এ বছর এ উপজেলায় মোট ১৩৫ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে। এ বছর বল সুন্দরী, থাই আপেল, চায়না ও বিভিন্ন জাতের টক কুলগুলোই চাষিরা বেশি চাষ করেছেন এবং তারা গত বছরের চেয়ে বেশি দাম পাচ্ছেন লাভবানও হচ্ছেন। নিয়মিত উপজেলা কৃষি অফিস থেকে বেলতলা বাজার মনিটরিং করে থাকেন বলে তিনি জানান।

 

 


আরো সংবাদ



premium cement