১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

বাংলার দিগন্ত সংক্ষিপ্ত সংবাদ

-

চেয়ারম্যান জেলে
বরিশাল ব্যুরো
বিএনপির দলীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় জেলে পাঠানো হয়েছে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও শিক্ষক নেতা আব্দুল মালেককে। এর আগে সোমবার তাকে গ্রেফতার করে পুলিশ। কোতয়ালি মডেল থানার ওসি মো: মিজানুর রহমান জানান, বরিশাল নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ে গত ৪ আগস্ট হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তাকে গ্রেফতারি পরোয়ানায় গত মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জেলে পাঠানোর আদেশ দেন।


পিঠা উৎসব
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
তারুণ্যের উৎসব উপলক্ষে গত মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত সচিব। উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেনÑ যুব উন্নয়ন কর্মকর্তা শামীম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, জেলা ক্রীড়া অফিসার সাইদুল ইসলাম, সহকারী পরিচালক প্রিন্স বাহউদ্দিন তালুকদার প্রমুখ।

পুকুরে ডুবে মৃত্যু
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে পুকুরে ডুবে রাজু হোসেন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কামাত এলাকায় নিজ বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে শ্রীরামপুর ইউপি মেম্বার ফরহাদ হোসেন লিটন জানান, পুকুরের পানিতে ডুবে শিশু রাজুর মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সব অভিভাবককে সচেতন হওয়া দরকার।


প্রশিক্ষণ
গাজীপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘ল্যাবরেটরি ব্যবস্থাপনা ও পরিচালনায় সক্ষমতা তৈরি’ শিরোনামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণশালায় প্রধান অতিথি ছিলেন, বশেমুরকৃবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম ময়নুল হক।

মাঠ দিবস
লংগদু (রাঙ্গামাটি) সংবাদদাতা
বস্তায় মসলা জাতীয় ফসল আদা চাষের কলাকৌশলের ওপর গত মঙ্গলবার লংগদু উপজেলার বাইট্টাপাড়া এলাকার শতাধিক কৃষক-কৃষাণী নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হর্টিকালচার সেন্টারের আয়োজনে স্থানীয় কৃষক জায়নাল আবেদিনের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম এবং জেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ববিদ আসিফ মাহমুদ।
এ সময় উদ্যানতত্ববিদ আসিফ মাহমুদ কৃষকদের পরিত্যক্ত জমি ও বিভিন্ন ফলের বাগানে বস্তায় আদা চাষের পরামর্শ দেন।

প্রতিভা অন্বেষণ
ভোলা প্রতিনিধি
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যে শিশুদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ভোলার আনাস বিন মালেক রা: ইসলামিক কমপ্লেক্সে বিভিন্ন স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থী চিত্রাঙ্কন, বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান, ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান। এ সময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান, শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী প্রমুখ।

চাঁদাবাজি বন্ধে মাইকিং
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সর্বত্র চলছে ‘নীরব চাঁদাবাজি’। এসব চাঁদাবাজি, দখলদারিত্ব, সালিস বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শনসহ বেআইনি কার্যক্রম রোধে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ মঞ্জুর সুমন বলেন, ‘ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি জনগণকে সতর্ক করার জন্য এই উদ্যোগ নিয়েছে।
এ ব্যাপারে ভাণ্ডারিয়া থানার ওসি আহমদ আনওয়ার জানান, যে কোনো দলের নেতা বা কর্মী হোক না কেন, অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দরিদ্রদের সহায়তা
পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অসহায়, অসুস্থ ও দুস্থ পরিবারের মধ্যে আর্থিক ও বিবিধ সামগ্রী প্রদান করেছে বিজিবি। গত মঙ্গলবার সদর দফতর লোগাং জোনের কমান্ডার লে. কর্নেল মফিজুর রহমান ভূঁইয়া ১০ জন দুস্থ পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন, চারজন মহিলাকে সেলাই মেশিন, এক প্রতিবন্ধীকে একটি হুইল চেয়ার, একজনকে একটি নলকূপ, তিনজন রোগীর চিকিৎসায় আর্থিক অনুদান ও লোগাং বাজার এবতেদায়ি নূরানি মাদরাসা ও হেফজখানার উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করেন।

 


আরো সংবাদ



premium cement