তারুণ্যের উৎসব : দায়সারা আয়োজনে শিক্ষার্থীদের ক্ষোভ
- ফেনী অফিস
- ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:০১
‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’Ñ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে ফেনী সরকারি কলেজে তারুণ্যমেলা গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। উৎসবটি দায়সারা আয়োজনের অভিযোগে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় জুলাই-আগস্ট স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তারুণ্যের উৎসব উদযাপনের ঘোষণা দেয়া হয়। এর অংশ হিসেবে ফেনী সরকারি কলেজ মাঠে তিন দিনব্যাপী মেলার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। বুধবার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।
দুপুরে কলেজ মাঠে গিয়ে দেখা গেছে, তারুণ্যমেলা উপলক্ষে ১৪টি স্টল বসানো হয়। সকাল ১০টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার উদ্বোধনের কথা থাকলেও বেলা দেড়টায় এটি উদ্বোধন হয়। তখনো মঞ্চ তৈরির কাজ চলছিল। তিনি মাঠে দাঁড়িয়েই মেলা উদ্বোধন করেন। রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান নুরুল আজিম ভূঞার পরিচালনায় এ সময় উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আইউব, শিক্ষক পরিষদ সম্পাদক ফরিদ আলম ভূঞা, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ফজলে এলাহী, সমাজকর্মের বিভাগীয় প্রধান প্রফেসর ফখরুল আমিন পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ‘৩৬ জুলাই’ ও ‘ইনকিলাব মঞ্চ’-এর ব্যানার সাঁটানো হলেও স্টলে কাউকে দেখা যায়নি। এ ছাড়া অপর পাঁচটি ছিল ফাঁকা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মোহাইমিন তাজিম জানান, অন্তর্বর্তীকালীন সরকার তারুণ্যকে যুক্ত করতে তারুণ্যের মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়। কলেজ অধ্যক্ষ তথা কলেজ প্রশাসন মেলায় সব ডিপার্টমেন্টকে অন্তর্ভুক্ত করতে পারেনি।
উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান হারুনুর রশিদ জানান, তার বিভাগের শিক্ষার্থীদের জন্য অধ্যক্ষের কাছে স্টল বরাদ্দের আবেদন জানালেও স্টল দেয়া হয়নি।
অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার নয়াথ দিগন্তথকে বলেন, অনার্স দ্বিতীয় বর্ষ ও একাদশের পরীক্ষা থাকায় শিক্ষকরা ব্যস্ত ছিলেন। তাই আয়োজনে বিলম্ব হয়েছে। তবে মেলা আয়োজনে কোনো ঘাটতি নেই।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা