১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

দামুড়হুদায় টেন্ডার ছাড়াই গাছ কাটলেন ইউএনও

কেটে ফেলা হয়েছে দামুড়হুদা উপজেলা প্রকৌলশীর কার্যালয়ের সামনে গাছ : নয়া দিগন্ত -

কোনো প্রকার টেন্ডার, রেজুলেশন ও বন বিভাগের অনুমতি ছাড়াই দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরের সরকারি কয়েকটি গাছ কেটে ছায়াশূন্য করার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ মহলের বিরুদ্ধে। পরিষদের প্রধান ফটকের সামনে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের সামনে থাকা বৃহৎ আকৃতির দু’টি ক্রিসমাস ট্রি গাছসহ বেশকটি ফুলের গাছ কেটে ফেলাতে স্থানটি ছায়াশূন্য হয়েছে। এ ঘটনায় উপজেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। গত মঙ্গলবার গাছগুলো কাটা হয়েছে বলে জানা গেছে।
সরেজমিন দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, পরিষদের তিন-চারজন কর্মচারী কেটে রাখা গাছের লগগুলো তরিঘড়ি করে অপসারণের চেষ্টা করছে। এ সময় ছবি তুলতে গেলে তারা ছবি তুলতে বারণ করে বলেন এখানে ফুল গাছ লাগানো হবে তাই পরিষ্কার করা হচ্ছে।
দামুড়হুদা উপজেলা বন বিভাগের কর্মকর্তা (অ: দা:) শরিফুল ইসলাম বলেন, উপজেলা সমন্বয় কমিটির মিটিংয়ে অনুমোদন হয়েছে কিনা আমার জানা নেই। এ বিষয়ে আমি অবগত নই।
ইউএনও মমতাজ মহল গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন, ওখানে কিছু গুলমো গাছ ছিল সেগুলো কেটে পরিষ্কার করা হচ্ছে। বাগান করা হবে। গাছ কাটার বিষয়ে রেজুলেশন হয়েছে কি জানতে চাইলে তিনি বলেন, টুক টাক কাজ শুরু হয়েছে। এখনো সেভাবে কিছু করা হয়নি। আর ওখান থেকে কাঠ জাতীয় গাছ কাটা হয়নি। একটা ক্রিসমাস গাছ কাটা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement