১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

ভাতিজাদের পিটুনিতে চাচার মৃত্যু

-

রংপুরের কাউনিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজাদের পিটুনিতে আমজাদ হোসেন (৫৫) নামে ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
কাউনিয়া থানা ওসি আব্দুল লতিফ বলেন, উপজেলার বালাপাড়া ইউনিয়নের গের্দ্দবালাপাড়া চান্দের ভিটা এলাকায় চাচা আমজাদ হোসেনের সাথে সম্পত্তি নিয়ে ভাতিজা শহিদুলদের বিরোধ চলছিল। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করেন। এ সময় বাধা দেন আমজাদ হোসেন। একপর্যায়ে ভাতিজা শহিদুল ও তার লোকজন লাঠি দিয়ে বেধড়ক পেটায় আমজাদ হোসেনকে। গুরুতর আহত অবস্থায় স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরে সেখান থেকে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। গতকাল বুধবার সকালে মারা যান তিনি। নিহত আমজাদ শহীদবাগ ইউনিয়নের বুদ্ধিরবাজার এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।

 


আরো সংবাদ



premium cement