বেতন বৃদ্ধির দাবি বারি শ্রমিকদের
- গাজীপুর প্রতিনিধি
- ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:০০
গাজীপুরে বেতনভাতা বৃদ্ধি, নিয়মিতকরণ ও হয়রানিমূলক বদলি বন্ধসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) শ্রমিকরা। এতে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে নেয়ার জন্য কর্তৃপক্ষকে আলটিমেটাম দেন। গতকাল বুধবার বিএআরআই শ্রমিক সমিতির উদ্যোগে বারির সদর দফতরের সামনে দুপুর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেনÑ বিএআরআই শ্রমিক সমিতির সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন, বিএআরআই শ্রমিক ক্লাবের সভাপতি আমির হোসেন ও সাধারণ সম্পাদক মঞ্জুর আলম এবং সমিতির সহ-সম্পাদক হাসান উদ্দিন প্রমুখ। পরে মহাপরিচালক বরাবরে একটি স্মারকলিপি দেন তারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা