১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

ব্যবসায়ীকে লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ

-

কাস্টমস কর্মকর্তাদের হাতে ব্যবসায়ী লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় ব্যবসায়ীরা ফুঁসে উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বড় বাজার চৌরাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল বুধবার সকালে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। সমাবেশে বক্তব্য দেনÑ জেলা শিল্প বণিক সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক, জেলা দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল কাদের জগলু, সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দার, ব্যবসায়ী নেতা ফারুক হাসান মালিক, মাহাবুবুর রহমান রিংকু, চান্নু মিয়া, হাজী সেলিম প্রমুখ।
গত ৬ জানুয়ারি যশোর কাস্টমস প্রিভেনটিভ টিম চুয়াডাঙ্গার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজে তল্লাশি চালায়। অতিরিক্ত কমিশনার রাকিবুল হাসানের নেতৃত্বে কাস্টমস টিম বঙ্গ পিভিসির মালিক সেলিম হোসেনকে শারীরিক-মানসিকভাবে লাঞ্ছিত করে মোটা অঙ্কের ঘুষ দাবি করেন বলে অভিযোগ ওঠে।

 


আরো সংবাদ



premium cement