১৬ জানুয়ারি ২০২৫, ০২ মাঘ ১৪৩১, ১৫ রজব ১৪৪৬
`

শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে শ্রমিককে হত্যা

-

গাজীপুরের শ্রীপুরে প্রেমের দ্বন্দ্বে সৈকত (২০) নামে এক কারখানা শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করছে আরেক প্রেমিক আপেল মাহমুদ আমিনুর (২৪)। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে ভাংনাহাটি এলাকা থেকে ঘাতক আমিনুরকে আটক করেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের সিআরসি গার্মেন্টের পাশে মির্জা আলী জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সৈকত বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাওরাখালি গ্রামের মো: চান মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি গ্রামের ইব্রাহিমের বাসায় ভাড়া থেকে স্থানীয় এমএইচসি অ্যাপারেলস কারখানায় কোয়ালিটি পদে চাকরি করতেন।
আটক আপেল মাহমুদ আমিনুর বগুড়া জেলার শিবগঞ্জ থানার টেপাগাড়ি গ্রামের খোকা মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীপুর মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন নয়ন কর।

 


আরো সংবাদ



premium cement