১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

মাধবদীতে বাইপাস সড়কের পরিকল্পনা বাতিলের দাবি

-

ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর বাবুরহাট ও মাধবদীকে পাশ কাটিয়ে নির্মিতব্য আট কিলোমিটারের বাইপাস সড়কের পরিকল্পনা বাতিল করে মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) হয়ে পাঁচদোনা মহাসড়ক প্রশস্ত করেছে মাধবদীবাসী। এ নিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে মাধবদী আর্থসামাজিক উন্নয়ন সংস্থা নামে একটি সংগঠন এলাকাবাসীকে নিয়ে মাধবদী বাজারে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, শিল্প সমৃদ্ধ নরসিংদী জেলার প্রাণকেন্দ্র মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজার সারা বাংলাদেশসহ এশিয়ার বৃহৎ কাপড়ের চাহিদা পূরণ করে। এ দুটো বাজারে সমস্ত বাংলাদেশের পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তা দিয়ে চলাচল করে থাকে।
বক্তারা বলেন, মাধবদীবাসীর দাবি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার শিমুলতলা থেকে নরসিংদীর পাঁচদোনা বাইপাস প্রকল্প বাতিল করে মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) হয়ে পাঁচদোনা মহাসড়ক প্রশস্ত করে মাধবদী ও শেখেরচর (বাবুরহাট) বাজার রক্ষা করার করুন। সংবাদ সম্মেলনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি তাদের এ দাবি না মানেন, তবে মাধবদীবাসী আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মাধবদী আর্থসামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মো: আফজাল হোসেন, সাধারণ সম্পাদক চন্দন কুমার সাহা, মাধবদী-শেখেরচর বাঁচাও আন্দোলনের আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, শাহজাহান হোসেন নয়ন প্রমুখ।


আরো সংবাদ



premium cement