ভাঙ্গায় ওহাব হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩
- ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলেখার কান্দা গ্রামে চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার চাঞ্চল্যকর ওহাব মাতুব্বর হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তিন ঘাতককে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
পুলিশ সুপার জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে গত ৮ জানুয়ারি ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের চিকিৎসক জামাল উদ্দিন খলিফার বাড়ি থেকে কেয়ারটেকার ওহাব মাতুব্বর (৭০) নামের এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় এবং মাথায় আঘাতের চিহ্নসংবলিত লাশ উদ্ধার করা হয়। নিহত ওহাব মাতব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন অবস্থায় ওই গ্রামের আল আমিন নামের এক যুবককে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য মতে সদরপুর উপজেলা থেকে অভি হাওলাদার ও কোতোয়ালি এলাকা থেকে আব্দুর রহমান নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও স্ক্রু ড্রাইভার উদ্ধার করা হয়। দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা