নাঙ্গলকোটে দুই নারীকে ধর্ষণের ঘটনায় মামলা
- নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
কুমিল্লার নাঙ্গলকোটে রাস্তা থেকে দুই নারীকে তুলে নিয়ে স’মিলে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ধর্ষিতা এক নারী বাদি হয়ে সাতজনের নাম এবং আরো দুই-তিনজন অজ্ঞাত উল্লেখ করে নাঙ্গলকোট থানায় মামলা করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নুরপুর গ্রামের সেবাখোলা নামক স্থানে একটি স’মিলের ভেতরে দলবদ্ধ এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মূল অভিযুক্ত নুরপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে যুবদল নেতা মহসিন, স’মিল মালিক খোকনসহ ধর্ষণে জড়িত অন্যরা পলাতক রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত স’মিলের মালিক খোকন মিয়া মোবাইলে বলেন, যুবদল নেতা মহসিন জোরপূর্বক আমার স’মিলে দুই মেয়ে নিয়ে ঢোকে। এ সময় তার সাথে আরো ১০-১২ জন ছিল। এখানে আমার কোনো ভূমিকা নেই।
মামলার প্রধান অভিযুক্ত মহসিনকে মোবাইলে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। তবে অভিযুক্ত মহসিনের বাবা রঞ্জু মিয়া বলেন, আমার ছেলের বিরুদ্ধে একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে। এর আগেও এলাকায় বিভিন্ন অপপ্রচার হয়।
নাঙ্গলকোট উপজেলা যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, কেউ যদি দলের নাম ব্যবহার করে এসব অপকর্ম করে, আমরা তার দায়ভার নিবো না।
নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, এ ঘটনায় ধর্ষিতা এক নারী মামলা দায়ের করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা