১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

কুমিল্লায় খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি

ব্রাহ্মণপাড়া থানায় জব্দকৃত গাড়িগুলো এভাবেই নষ্ট হচ্ছে : নয়া দিগন্ত -

কুমিল্লা জেলার উপজেলা ব্রাহ্মণপাড়ার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময় মাদককারবারিদের ধরার সময় তাদের ব্যবহৃত গাড়িগুলোও জব্দ করা হয়। কখনো বিজিবি আবার কখনো বা থানা পুলিশ কিংবা উপজেলা প্রশাসনের অভিযানে জব্দকৃত এসব গাড়ি মামলার আলামত হিসেবে জব্দকৃত গাড়িগুলো থানায়ই রেখে দেয়া হয়।
উপজেলার ব্রাহ্মণপাড়া থানায় দীর্ঘ দিন ধরে জব্দ হওয়া কোটি টাকার সেই গাড়িগুলো এখন খোলা আকাশের নিচে রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে। জব্দকৃত গাড়িগুলোর মধ্যে রয়েছে পিকআপ, পিকআপ ভ্যান, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ আরো ছোট বড় যানবাহন। আইনি জটিলতার কারণে বা নিলাম না হওয়ার কারণে থানার আশপাশে পড়ে থাকা এসব গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে, আরো নষ্ট হচ্ছে গাড়ির ডেকোরেশনও।
মামলা শেষ হতে আর গাড়ির অস্তিত্ব ঠিক থাকে না। তাই অনেক মালিকের গাড়ি ফেরত নিতেও আর আগ্রহ দেখান না।
সরেজমিন দেখা গেছে, ব্রাহ্মণপাড়া থানায় জব্দকৃত এসব গাড়ির মধ্যে মোটরসাইকেলের সংখ্যাই বেশি। জব্দকৃত গাড়িগুলো রাখার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় থানা ভবনের সামনের পূর্বদিক রেখে দেয়ায় সেগুলো এখন জরাজীর্ণ ও নষ্টগাড়ির স্তূপে পরিণত হয়েছে। অযতেœ অবহেলায় পড়ে থাকা এসব গাড়ির মধ্যে বেশির ভাগ গাড়িই মরচে ধরে ভেঙে গেছে। এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে দেশের সম্পদ।
এসব গাড়ির বেশির ভাগই মাদক ও চোরাচালানি বহনেই ব্যবহার করার কারণে জব্দ করা হয়েছে। মামলা নিষ্পত্তি হওয়া পর্যন্ত প্রকৃত মালিককে গাড়ি বুঝিয়ে দেয়ার জন্য অপেক্ষা করতে হয়। কোনো কোনো মামলা নিষ্পত্তি হতে ১০-১২ বছর, আবার কোনো কোনো ক্ষেত্রে তারো বেশি সময় লেগে যায়। এত সময় ধরে গাড়ি অব্যবহৃত থাকার কারণে গাড়ির যন্ত্রাংশও নষ্ট হয়ে যায়। গাড়িগুলোর যন্ত্রাংশ যেন চুরি না যায় সেজন্য থানা পুলিশের বাড়তি নজরদারিরও প্রয়োজন পড়ে। কেননা গাড়ির যন্ত্রাংশ চুরি বা খোয়া গেলে এ দায়ভার পুলিশের ওপরেই পড়ে। যার ফলে জব্দ করা গাড়িগুলো থানার জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, থানায় রেখে দেয়া গাড়িগুলো বিভিন্ন মামলার আলামত। এসব মামলার চার্জশিট করা হয়েছে। এগুলো আদালতের সম্পত্তি হিসেবে থানায় রাখা হয়।


আরো সংবাদ



premium cement
সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে নিহত জালালের লাশ উত্তোলন সাবেক এমপিদেরসহ শতাধিক গাড়ি নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টম পুলিশ ক্যাডারে নিয়োগে শারীরিক যোগ্যতা অন্তর্ভুক্ত করার সুপারিশ বাড়ল স্বর্ণের দাম ঢাকার ১৯ খাল উদ্ধারের পরিকল্পনা চূড়ান্ত পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক মতাদর্শ না দেখার সুপারিশ কমিশনের

সকল