ধলেশ্বরীতে জাহাজ থেকে লুট হওয়া তেল ৫ দিনেও উদ্ধার হয়নি
জাহাজটিতে ছিল ৩৫০ টন ফার্নেস অয়েল- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
মুন্সীঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনা থেকে ফার্নেস ওয়েল ভর্তি ওটি বিন জামান-১ ছিনতাই করে তিন কোটি টাকা মূল্যের ৩৫০ টন ফার্নেস অয়েল লুট করার ঘটনায় মামলা হয়েছে। কিন্তু চার দিনেও উদ্ধার হয়নি লুট করা তেল। গত শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চর মুক্তারপুরের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে।দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ডাকাতির অপরাধে মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তিন দিনেও ফার্নেস অয়েল উদ্ধার কিংবা ডাকাতদের শনাক্ত করা যায়নি।
জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিসার শিপিং লাইন্সের অপারেশন ম্যানেজার ফজলে খোদা বাদি হয়ে মামলা করেছেন। সাত-আটজন অজ্ঞাত ডাকাতকে আসামি করা এ মামলা করা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, জাহাজটি ৩৬০ দশমিক ০৩৬ মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জের সামিট ঘাট থেকে গাজীপুরের কড্ডা পাওয়ার প্ল্যান্টের উদ্দেশে রওনা হয়ে শুক্রবার সাড়ে ৬টায় ডাকাতির কবলে পড়ে। ইঞ্চিন চালিত একটি ট্রলারে করে পেছন দিক থেকে লাফিয়ে অয়েল ট্যাংকারে উঠে চালকসহ সবাইকে জিম্মি করে ফেলে। এই সময় প্রত্যেকের হাতে রাম দা ছিল বলে উল্লেখ করা হয়।
ওটি বিন জামান-১ জাহাজ থেকে উদ্ধার হওয়া মাস্টার ও স্টাফরা হলেন- মাস্টার সহিদুল শিকদার (২৯), ইঞ্জিন ড্রাইভার জাকির হোসেন (৫০), সুকানি মোহাম্মদ কামাল (২৫), লস্কর মোহাম্মদ দিদার (৩৫), লস্কর মোহাম্মদ জসিম (৪৫) এবং বাবুর্চি নিয়ামত উল্লাহকে (৫০) অয়েল ট্যাংকারের কেবিনে নিয়ে কালো রঙের জম টুপি সাদৃশ্য টুপি পড়িয়ে প্লাস্টিকের টাই দিয়ে হাত বেঁধে বন্দী করে রাখে।
জাহাজটি চলন্ত অবস্থায় থাকার এক পর্যায়ে কোনো এক স্থানে থামানো হয়। সেখান থেকে সাড়ে ৩০০ মাট্রিক টন ফার্নেস অয়েল লুট করে নেয় ডাকত দল। পরবর্তীতে রাত ৮টার দিকে মেঘনা সেতুর কাছে ওয়েল ট্যাংকারটির সন্ধান পায় পুলিশ। কাছাকাছি যেতেই ডাকাতরা দ্রুত ট্রলারটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ভেতরে গিয়ে বন্দী ছয়জনকে উদ্ধার করে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, মামলাটি সদর থানায় রেকর্ড করা হলেও যেহেতু বিষয়টি নৌপথের ঘটনা, তাই নৌ পুলিশ তদন্ত করছে।
মুন্সীগঞ্জের মুক্তারপুর নৌ পুলিশের ইনচার্জ লুৎফর রহমান জানান, লুণ্ঠিত ফার্নেস অয়েল উদ্ধার এবং ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা