কুলিয়ারচরে প্রিপেইড মিটার স্থাপন স্থগিত রাখার দাবি
- কুলিয়ারচর (কিশোরগঞ্জ) সংবাদদাতা
- ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০
কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রিপেইড মিটার স্থাপন স্থগিত রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কুলিয়ারচর বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। গত রোববার কুলিয়ারচর উপজেলায় জনস্বার্থে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপনের কাজ স্থগিত রাখার দাবিতে প্রথমে কুলিয়ারচর বাজার চৌরাস্তা মোড়ে ব্যবসায়ী ও এলাকাবাসীর পক্ষে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো: শাহাদাত হোসেন শাহ্ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন এবং বিশিষ্ট ব্যবসায়ী মো: শহিদ উদ্দিন বাবুল। মানববন্ধন ও বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্-জোহরার হাতে স্মারকলিপি দেন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন শাহ্ আলম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, ব্যবসায়ী মো: মিল্লাত মিয়া, ব্যবসায়ী আবু সাঈদ, মো: ওয়াছ মিয়া, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম মুছা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন আল রশিদ, ব্যবসায়ী আশফাক আহমেদ জনি, ব্যবসায়ী তোফায়েল আহমেদ ভুলন, মুক্তার মিয়া, নূর মোহাম্মদ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা