১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

সংক্ষিপ্ত সংবাদ

-

পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
খুলনার পাইকগাছায় তরুণ, যুব ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম শেষে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা পৌরসভার আয়োজনে গত সোমবার পৌর চত্বরে পরিচ্ছন্নতা কর্মীদের মধ্যে পরিচ্ছন্ন সরঞ্জামাদি প্রদান করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। প্রকৌশলী শোয়েব শাফিনের উপস্থাপনায় বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ বিভিন্ন শিক্ষার্থীরা।

লাশ উদ্ধার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের আমোদপুর গ্রাম থেকে গত রোববার অন্তরা (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্তরা ঢাকার তেজগাঁও মডেল উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী আমোদপুর গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

ছাদ ধসে মৃত্যু
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে নির্মাণাধীন বাড়ির বারান্দার ছাদ ধসে হামিদুর রহমান হামিদ (৪২) নামে এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে। গত সোমবার উপজেলার নশরতপুর ইউনিয়নের পুসিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। হামিদুর একই ইউনিয়নের থলপাড়া গ্রামের মৃত জাহিদুলের ছেলে। আদমদীঘি থানার ওসি এস এম মোস্তাফিজুর রহমান জানান, ‘এ ধরনের কোনো খবর আমরা পাইনি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি’।

দোকান উচ্ছেদ
কচুয়া (চাঁদপুর) সংবাদদতা
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে গত সোমবার অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনির নেতৃত্বে অভিযান চালিয়ে সাচার বাজারের দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করা হয়। এ অভিযানে অংশ নেন, সাচার পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই মো: শাহজাহান, মৎস্য কর্মকর্তা মো: জহিরুল ইসলাম প্রমুখ।

মতবিনিময় সভা
গোলাপগঞ্জ (সিলেট) সংবাদদাতা
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় এনজিও, সায়রাত মহালের লিজগ্রহীতা ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। গত সোমবার উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এ সভায় বক্তব্য দেনÑ উপজেলা বিএনপি সভাপতি নোমান উদ্দিন মোরাদ, জামায়াতের আমির জিন্নুর আহমদ চৌধুরী, শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম প্রমুখ।

মধুর হাট উদ্বোধন
শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন অ্যাকাডেমি, শিসউক, এনজিওর যৌথ আয়োজনে মধুর হাটের উদ্বোধন করা হয়েছে। গত সোমবার পল্লী উন্নয়ন অ্যাকাডেমিতে উদ্বোধন করেন আরডিএ এর মহাপরিচালক ড. এ কে এম অলি উল্যা। এর আগে মধু উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। পল্লী উন্নয়ন অ্যাকাডেমির অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সুষ্মিতা তাসনীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম-এর (শিসউক) নির্বাহী পরিচালক সামিউল মিল্লাত মোর্শেদ প্রমুখ।

ঘর উপহার
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
মধুপুর উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের শ্রীরামবাড়ী এলাকার অসহায় বুলবুলি বেগমকে (৩০) বিএনপি থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী মীর্জাবাড়ী ইউনিয়নের সন্তান লে: কর্নেল আসাদুল ইসলাম আজাদ ঘর উপহার দিয়েছেন। শ্রীরামবাড়ী এলাকার আব্দুর রহিমের মেয়ে বুলবুলি। গত ১১ জানুয়ারি ঘর উত্তোলনের কর্নেল আজাদ বলেন, বুলবুলির ঘরটা বিক্রি করে বাবার চিকিৎসা করেছেন। এখন এই কনকনে শীতে পলিথিন দিয়ে ঘর বানিয়ে সপ্তম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে নিয়ে বসবাস করছেন ওই অসহায় মহিলা। তাই কোনো বাদবিচার না করেই তার জন্য ঘরটি নির্মাণ করছি।

চাল বিক্রি উদ্বোধন
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা
পিরোজপুরের কাউখালীতে গত সোমবার খোলাবাজারে চাল বিক্রির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান, খাদ্য অধিদফতরের উপ-খাদ্য পরিদর্শক আল মামুন, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। নির্বাহী কর্মকর্তা বলেন, ৩০ টাকা দরে ৫ কেজি পর্যন্ত চাল ক্রয় করতে পারবে যে কোনো লোক।


আরো সংবাদ



premium cement
এনআইডি সেবা হাতে রাখতে প্রধান উপদেষ্টা ও তিন মন্ত্রণালয়কে ইসির চিঠি বিশ্বকাপ খো খো : কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি-প্রতিরোধ মহড়া ১৯ জানুয়ারি পাটগ্রামে সীমান্তে কাঁটাতারের বেড়ায় মদের বোতল দিল বিএসএফ ফায়ার সার্ভিসের ৬ কর্মকর্তার পদোন্নতি আরো ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব কারাজীবনের অবসান, কাল মুক্তি পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর সীমান্ত ইস্যু এক দিনে সমাধান সম্ভব নয় : পররাষ্ট্র উপদেষ্টা স্বচ্ছ কাঁচের ঘরে রিমান্ডের সুপারিশ পুলিশ সংস্কার কমিশনের রেস্তোরাঁ খাতে ভ্যাট পুনর্নির্ধারণের সিদ্ধান্ত এনবিআরের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ৯০ শতাংশ মানুষ : সংস্কার কমিশন

সকল