পাকুন্দিয়ায় দুর্বৃত্তের আগুনে মাইক্রোবাস পুড়ে ছাই
- পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) ও সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৬
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে গ্যারেজে থাকা একটি মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে গেছে। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পাকুন্দিয়া হোসেনপুর সড়কের পাশে তারাকান্দি এলাকার একটি গ্যারেজে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। মাইক্রোবাস মালিকের নাম মো: পাপ্পু মিয়া (২৮), তিনি উপজেলার তারাকান্দি গ্রামের জিয়াউদ্দিনের ছেলে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাপ্পু মিয়ার তালাবদ্ধ গ্যারেজে ছিল একটি মাইক্রোবাস। রোববার রাত আড়াইটার দিকে অজ্ঞাত তিন থেকে চারজন লোক মোটরসাইকেল করে এসে গ্যারেজে সাটারের নিচ দিয়ে পেট্রোল ডেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাকুন্দিয়া ইউনিটের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে পুড়ে মাইক্রোবাসটি ছাই হয়ে যায়। এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম যুবকের স্বপ্ন ভেঙে যায়।
পাকুন্দিয়া থানার ওসি মো: সাখাওয়াৎ হোসেন জানান, গত রাতে গ্যারেজে থাকা একটি মাইক্রোবাসে আগুন লেগে পুড়ে যায়, ঘটনাস্থল পরিদর্শন করেছি, কে বা কারা আগুন লাগিয়েছে অথবা কিভাবে আগুন লেগেছে সেটি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাদুল্লাপুরে পুড়ল বসতঘর : দুস্থ পরিবারের সাজেদুর রহমান। অটোভ্যান চালিয়ে ছয় সদস্যের জীবিকা নির্বাহ করে। এরই মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তার বসত বাড়ি। সব কিছু হারিয়ে নিঃস¦ এই পরিবারটি এখন পথে বসে গেছে।
গতকাল সোমবার দুপুরের দিকে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের বড় জামালপুর (মধ্যপাড়া) গ্রামে গিয়ে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া ঘর-বাড়ি ও আসবাবপত্রের বিভৎস দৃশ্য। এ সময় কান্নায় ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা