চকরিয়ায় চিংড়িঘের দখল নিয়ে গোলাগুলি, আহত ১ গ্রেফতার ৪
- চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৩২
চকরিয়ার চিরিঙ্গা ইউনিয়নের সাওদাগর ঘোনার চরনদ্বীপ ভাটামনির খাল চিংড়ি জোন এলাকায় চিংড়িঘেরের দখল নিতে গিয়ে সন্ত্রসীদের গুলিতে ঘের কর্মচারী গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় অস্ত্রসহ চার সন্ত্রাসীকে স্থানীয় জনতার সহায়তায় চকরিয়া থানার পুলিশ গ্রেফতার করে। গত রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। গুলিবিদ্ধ মোহাম্মদ এহেসান সওদাগর ঘোনা গ্রামের মৃত সামশুল আলমের ছেলে।
চকরিয়া থানা পুলিশ জানায়, আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আবু তাহের (৪৪), একই এলাকার জাকের আহমদের ছেলে মোহাম্মদ মিরাজ (৩২), নুরুনবীর ছেলে আবু তাহের মিয়া (৪৫) ও আব্দুল মজিদের ছেলে দিদারুল ইসলাম (২৪)।
চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় লিজভুক্ত ৮৪০ একর চিংড়ি প্লট রয়েছে। দীর্ঘদিন বিভিন্ন জটিলতার কারণে নবায়ন না হওয়ায় চিংড়ি ঘেরগুলো দখল-বেদখল হয়ে আছে। এ অবস্থায় সুযোগ পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে এগুলো নিয়ন্ত্রণে রেখে ব্যবসা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার রাতে ২০-২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসীচক্র চিংড়িঘেরগুলো দখল করে নেয়। এরপর গত রোববার বিকেলের দিকে ঘেরের মালিকপক্ষ খবর পেয়ে দখলকৃত চিংড়িঘেরে গেলে দুইপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে একজন ঘের কর্মচারি গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে চকরিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে চরণদ্বীপ ভাটামনির খাল এলাকার চিংড়িঘেরের একটি বাসা থেকে দেশীয় তৈরি একটি কাটা বন্দুকসহ আবু তাহের মিয়াকে আটক করে। তার শিকারোক্তি মোতাবেক বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। এ সময় স্থানীয় জনগণের সহায়তায় মিরাজ ও দিদারুল ইসলামকে আটকে করে পুলিশের হাতে দিয়ে দেয়া হয়।
চকরিয়া থানা ওসি মো: মঞ্জুর কাদের ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা