ভোলাগঞ্জে সংরক্ষিত এলাকায় মাটি চাপায় শ্রমিক নিহত
- সিলেট ব্যুরো ও কোম্পানীগঞ্জ সংবাদদাতা
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৩০
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের সংরক্ষিত (বাঙ্কার) এলাকায় পাথর তুলতে গিয়ে মাটি চাপায় লিটন মিয়া (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত লিটন কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নভাগী গ্রামের নবিজ আলির ছেলে। গতকাল সোমবার সকালে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
এ বিষয়ে আরএনবির উপপরিদর্শক ও ভোলাগঞ্জ রোপওয়ের ইনচার্জ জসিম উদ্দিন জানান, ‘সকালে ভোলাগঞ্জে ডিউটিতে এসে এক চা দোকানির কাছ থেকে শুনেছি। কিন্তু বাঙ্কারে গিয়ে এ রকম কোনো ঘটনার আলামত পাইনি। শ্রমিক নিহতের কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে কোনো তথ্য নেই।’ তিনি আরো বলেন, কয়েক হাজার শ্রমিক পাথর তুলে এখানে। তাদের আটকানোর সামর্থ্য আমাদের নেই।
স্থানীয় সূত্র জানায়, ভোরের দিকে একদল পাথর শ্রমিকের সাথে লিটন রোপওয়ে যান। সেখান থেকে পাথর উত্তোলন করতে গিয়ে মাটিচাপা পড়েন তিনি। সকাল ১০টার দিকে লিটনের লাশ উদ্ধার করে লুকিয়ে ফেলার চেষ্টা করেন আরএনবির সদস্যরা। খবর পেয়ে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য মো: কবির আহমেদ বলেন, ‘পেটের দায়ে লিটন পাথর উত্তোলনের কাজ করতে গিয়ে মারা গেছে। তার পাঁচ ও তিন বছরের দুটি শিশু সন্তান আছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা