১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ফুলপুরে ২ শিশু হত্যা মামলায় সৎমা গ্রেফতার

-

ফুলপুরে দুই শিশু হত্যা মামলায় আকলিমা বেগম নামে এক সৎমাকে গ্রেফতার করেছে পুলিশ। সিংহেশ্বরের মাঠখলা এলাকা থেকে তাকে গতকাল সোমবার সকালে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
জানা যায়, উপজেলার বওলা গ্রামের মো: সোহাগ মিয়ার সাথে একই গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুনের সাথে পরকিয়া প্রেমের এক পর্যায় তাদের বিয়ে হয়। এ নিয়ে সোহাগ মিয়ার প্রথম স্ত্রী নাজমা খাতুনের সাথে দাম্পত্য কলহের জেরে নাজমা স্বামীর সংসার ত্যাগ করে অন্যত্র চলে যায়।
গত ২০ জুলাই বিষক্রিয়ায় সোহাগ মিয়ার প্রথম স্ত্রীর মেয়ে সুরাইয়া (১৩) ও সুমাইয়া (১১) মারা যায়। এ ব্যাপারে নাজমা খাতুন বাদি হয়ে স্বামী ও সতীনের বিরুদ্ধে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ পিতা সোহাগ মিয়াকে গ্রেফতার করতে পারলেও সৎমা পলাতক ছিলেন।


আরো সংবাদ



premium cement