দ্রুত নির্বাচন দাবিতে হাতিয়ায় বিএনপির জনসমাবেশ
- হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৩০
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা রাজপথে ছিলাম বলেই ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকের এই স্বৈরাচারমুক্ত বাংলাদেশ কারো একক অর্জন নয় এটা বাংলাদেশের আপামর মানুষের ত্যাগের বিনিময়ে অর্জন হয়েছে।
গতকাল স্থানীয় এএম উচ্চবিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান শামীম দেশ বিরোধী অপতৎপরতা রুখতে ও গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে আয়োজিত জনসমাবেশে এ কথা বলেন।
হাতিয়া উপজেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলা উদ্দিন রনি, উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক সাখাওয়াত হোসেন শওকত, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিসানুল আলম লেনিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা কাদের হালিমী, হাতিয়া পৌরসভা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মোকাররম বিল্লাহ শাহাদাত, সাবেক যুগ্ম সম্পাদক ভিপি সাজ্জাদ, যুগ্ম সম্পাদক লুৎফুল্লাহ হিল মুজিদ ও হাতিয়া উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতারা।
মাহবুবুর রহমান শামীম বলেন, ২০২৪ এর স্বৈরাচার মুক্ত আন্দোলনে বিএনপির ৪২২ জন নেতাকর্মী শাহাদাত বরণ করেন। ফ্যাসিস্ট হাসিনা গত ১৭ বছরে গুম-খুন, হামলা-মামলা নির্যাতনের মাধ্যমে তার বাবার মতো বাকশাল কায়েম করতে চেয়েছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা