কাজ শেষ না করেই বিল তুলে নিলেন ঠিকাদার
- আল-আমিন হোসাইন নাজিরপুর (পিরোজপুর)
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:২৮
পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের দীর্ঘা বাজার উন্নয়নের কাজ দীর্ঘ দিন ধরে পড়ে থাকায় ভোগান্তির শিকার হচ্ছে এলাকাবাসী। অথচ কাজ শেষ না করেই বিল তুলে নিয়েছেন ঠিকাদার।
উপজেলার মাহামুদকান্দা এলাকার এসএস এন্টারপ্রাইজ (প্রোপাইটর সাইফুল ইসলাম) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ হলেও কাজটি করছেন পিরোজপুর শহরের জাহিদুল ইসলাম অংশু নামে এক ঠিকাদার। যিনি নিজেকে সাবেক এমপি ও মন্ত্রী রেজাউল করিমের ভাগ্নে বলে পরিচয় দিতেন। তবে শ ম রেজাউল করিমের এক ঘনিষ্ঠজন জানিয়েছেন জাহিদুল ইসলাম অংশু নামে তার কোনো ভাগ্নে নেই।
জানা গেছে, পিরোজপুর এলজিইডির তত্বাবধানে নাজিরপুর উপজেলার দীর্ঘা বাজার উন্নয়নের জন্য পিরোজপুর উন্নয়ন প্রকল্পের এক কোটি ১৮ লাখ ৭৬ হাজার টাকার কাজটি পায় এসএস এন্টারপ্রাইজ। ২০২৩ সালের ১৩ এপ্রিল কাজটি শুরু ও ২০২৪ সালের ১২ এপ্রিল শেষ হওয়ার কথা। কাজের মধ্যে রয়েছে দীর্ঘা বাজারের রাস্তা, টিউবওয়েল, টোলঘর ও বাজারের ঘাটলা নির্মাণ।
সরেজমিন খোঁজ নিয়ে দেখা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠান শুধুমাত্র একটি নলকূপ বসিয়েছে আর অল্পকিছু পাথর এনে রেখেছে। পিরোজপুর এলজিইডি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ৮৩ লাখ ৮৩ হাজার টাকা উত্তোলন করে নিয়েছেন। কাজের অগ্রগতি মাত্র পাঁচ ভাগ। নাজিরপুরের সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়া ও পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার এ বিল পরিশোধ করেছেন।
'
বাজার কমিটির সভাপতি আশিষ চন্দ্র হালদার জানান, দীর্ঘ দিন ধরে বাজার উন্নয়নের কাজ ফেলে রাখায় জনদুর্ভোগের শেষ নেই, রাস্তার ইট তুলে ফেলে রেখেছে, ফলে বালু উড়ে দোকানের ভেতরে যাচ্ছে এতে দোকানের মালামাল নষ্ট হচ্ছে। এক পশে একটি টিউবওয়েল বসিয়েছে তার ফ্লোর পাকা করেনি ফলে স্যাঁতসেতে হয়ে গেছে। এখানের পানি পান করে অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। কর্তৃপক্ষের কাছে আবেদন, জনদুর্ভোগ লাঘবে অতিদ্রুত উন্নয়নের কাজ শেষ করার।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সুজন দেউড়ী বলেন, আমরা পরিষদ থেকে বাজারের ভেতরের রাস্তায় ইট সলিং করেছিলাম, প্রায় এক বছর হয়েছে সেই রাস্তার ইট তুলে ফেলে রেখেছে, মানুষের উপকারের বদলে ভোগান্তি হচ্ছে। অতিদ্রুত এ বাজার উন্নয়ের কাজ শেষ করা দরকার। বাজারের ব্যবসায়ী দিলিপ কুমার জানান, অংশু নামের এক ঠিকাদার এ কাজটি শুরু করে ফেলে রাখছে।
পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রনজিৎ দে জানান, সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার হাওলাদার দীর্ঘা বাজার উন্নয়ন কাজের বিল পরিশোধ করেছেন।
এ ব্যাপারে এসএস এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী সাইফুল ইসলাম ও সাব ঠিকাদার জাহিদুল ইসলাম অংশুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে তাদের ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। ফলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা