১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

কাউখালীতে বেগুন চাষে সফল আবুল বাশার

-

পিরোজপুরের কাউখালীতে বেগুন চাষে সাফল্য অর্জন করেছেন উপজেলার চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নের বেকুটিয়া গ্রামের সফল কৃষি উদ্যোক্তা মো: আবুল বাশার। দীর্ঘদিন সৌদি আরব থেকে দেশে এসে কৃষিতে মনোযোগ দেন। সারা বছরই আবুল কৃষি কাজে জড়িয়ে থাকেন। এ কাজে নিজেকে নিয়োজিত করতে পেরে আবুল বাশার নিজেকে ধন্য মনে করেন।
কৃষি উদ্যোক্তা আবুল বাশার কাউখালী উপজেলা কৃষি সম্প্র্রসারণ অধিদফতরের সহায়তায় এসএসিপি প্রকল্পের আওতায় পঞ্চাশ শতাংশ জমিতে বারি বেগুন ১২ চাষ করেন। বর্তমানে তার বেগুন খেতে প্রায় ৩০০ বেগুন গাছ রয়েছে। এক একটি বেগুনের ওজন এক থেকে দেড় কেজি।

আবুল বাশার বলেন, তিনি বেগুনের পাশাপাশি করলা, লাউ, ভুট্টাসহ বিভিন্ন প্রকারের সবজির চাষ করেন। একটা ফসল উঠে যাওয়ার পর আবার ওই জমিতে নতুন করে অন্য সবজি চাষ করেন আবুল। এখন পর্যন্ত প্রায় ২০ হাজার টাকার বেগুন বিক্রি করেছেন। বর্তমানে তার বাগানে যে বেগুন আছে তাও প্রায় ৪০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে আমাদের জানান। ১ কেজি বেগুনের দাম ৮০ থেকে ১০০ টাকা। তার স্ত্রী ও একটি ছেলে সন্তান রয়েছে। তার উৎপাদিত সবজি বিক্রি করে তিনি তার পরিবার-পরিজন নিয়ে খুব ভালোভাবেই জীবনযাপন করছেন। অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ নিজে করে নিজেকে গর্বিত মনে করেন আবুল বাশার।
'
আবুল বাশারের বেগুনের খেত দেখতে প্রতিদিন লোকজন ভিড় করছেন। তার বাগানের বেগুন অন্যান্য জাতের বেগুনের চেয়ে আকারে বড় ও খেতে সুস্বাদু।
কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা সোম রানী দাস বলেন, উপজেলার প্রত্যেকটি কৃষকদের আমরা কৃষি কাজের জন্য সব প্রকার সহযোগিতা করে যাচ্ছি। প্রতিটি ব্লকে আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষণিক কৃষকদের পাশে থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী সব ধরনের সহযোগিতা করছে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা রোমান বলেন, আমরা সার্বক্ষণিক কৃষকদের পাশে থাকি। কৃষি বাণিজ্যিককরণের জন্য যুগোপযোগী পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদফতর।

 

 


আরো সংবাদ



premium cement