অধিভুক্ত কলেজে নকলের কোনো স্থান থাকবে না
জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি- গাজীপুর প্রতিনিধি
- ১৪ জানুয়ারি ২০২৫, ০১:২০
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গতকাল সোমবার কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সিইডিপি) আওতায় শিক্ষক প্রশিক্ষণার্থীদের (৩৭ থেকে ৩৮তম ব্যাচ) সনদপত্র ও ট্যাব বিতরণীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ প্রধান অতিথির বক্তব্যে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে উপরোক্ত কথা বলেন। তিনি আরো বলেন, ‘নকল ব্যবস্থার ফলে বিগত সময়ে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। তাই শিক্ষার মানোন্নয়নের জন্য অবশ্যই নকল প্রতিরোধ করতে হবে। নকল বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নীতি জিরো টলারেন্স।’ পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ, গবেষণা ও অন্যান্য কাজে সম্পৃক্ত করে তাদের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।’
প্রফেসর ড. ফকির রফিকুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর লুৎফর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক প্রশিক্ষণ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক সালমা পারভীন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা